Ajker Patrika

হাবিপ্রবিতে ‘বিহঙ্গ বন্দনা’

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৪: ৫৫
হাবিপ্রবিতে ‘বিহঙ্গ বন্দনা’

‘স্থাপত্য বিভাগ প্রতিবছর সাধারণ শিক্ষার্থীদের চমক দিয়ে থাকে। এ বছর তাদের চমকের নাম স্থাপত্য বন্দনা। নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছেন স্থাপত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।’ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই দিনব্যাপী স্থাপত্য বিভাগের প্রদর্শনী ‘বিহঙ্গ বন্দনা’ ঘুরে দেখে এ মন্তব্য করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম লাবু।

বিগত বছরগুলোর মতো এ বছরও শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে স্থাপত্য প্রদশর্নী ‘বিহঙ্গ বন্দনা’। প্রতিবছর বাংলা বর্ষবরণ উপলক্ষে এমন আয়োজন করলেও এ বছর মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

স্বাধীনতার গানের সাথে সঙ্গতি রেখে এবারের স্থাপত্য প্রদর্শনীর নামকরণ করা হয়েছে বলে জানান হাবিপ্রবির স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু তোয়াব মো. শাহরিয়ার।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান; কারণ, মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বিহঙ্গ বর্ণনা’ প্রদর্শনীর আয়োজন করতে পেরেছি। এবারের প্রদর্শনীতে আমরা হাবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর কীভাবে সমাধান করা যায়, তার বিভিন্ন উপায় দেখিয়েছি।’ এ ছাড়া দিনাজপুরের সাঁওতালপল্লির মানুষের জীবনযাত্রা কীভাবে আরও যুগোপযোগী করা যায়, সে বিষয়ে বিভিন্ন বিষয় এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে।

স্থাপত্য বিভাগের শিক্ষার্থী শিরাজুম মুনিরা পিউ বলেন, ‘আমরা এই প্রদর্শনীতে তুলে এনেছি গ্রন্থাগার ডিজাইন, পর্যটনকেন্দ্র, মেটাল ও মাটির ভাস্কর্য, বহুতল ভবন, আবাসিক বাসভবন, পিক্সেল আর্ট, সাঁওতাল বসতি পরিকল্পনা প্রভৃতি।’

গত শনিবার হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এম. কামরুজ্জামান ‘বিহঙ্গ বন্দনা’ প্রদর্শনীর উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত