Ajker Patrika

সিরাজদিখানে জমে উঠেছে প্রচারণা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১০: ৫২
সিরাজদিখানে জমে উঠেছে প্রচারণা

চতুর্থে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন।

প্রার্থীরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় সভা ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। দম ফেলানোর ফুরসত নেই তাঁদের। গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে আলোচনার ঝড় উঠছে কে হচ্ছেন তাদের আগামীর প্রতিনিধি।

গতকাল শনিবার বিকেলে উপজেলার লতব্দী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্ আলী চশমা প্রতীক নিয়ে বিশাল শোডাউন করেছে। অন্যদিকে উপজেলার বয়রাগাদী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম হাবিবুর রহমান সোহাগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া উপজেলার রশুনিয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু সাইদের আনারস প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগসহ উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারণার চিত্র দেখা গেছে।

উপজেলা নির্বাচন অফিসার শাহিনা ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। বিধি ভঙ্গের অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত