Ajker Patrika

সেতুর গোড়ায় গর্ত, ভোগান্তি

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৩
সেতুর গোড়ায় গর্ত, ভোগান্তি

ভাঙা বেইলি সেতুর গোড়ায় গর্ত খুঁড়ে রাখায় তাতে পানি জমে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড়-ঢাকা সড়কের ওপরে পুরা বাজারের বেইলি সেতুটি ভেঙে যাওয়ায় বাইপাস সড়কে চলাচল করছেন এলাকাবাসী।

জানা যায়, মাটি পরীক্ষা করার কাজের জন্য সেতুটির গোড়ায় মাটি খুঁড়ে গর্ত করা হয়েছিল। সেই গর্তে বাজারের আবর্জনা এবং পানি জমে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার পুরা বাজারে গিয়ে দেখা যায়, ভাঙা বেইলি সেতুটির গোড়ায় একটি বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে। আর সেখানে ফেলা হচ্ছে বাজারের আবর্জনা। বৃষ্টির জমে থাকা পানি আর আবর্জনা পচে সেখানে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এতে করে ওই এলাকায় মশার উপদ্রবও অতিমাত্রায় বেড়েছে যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। এলাকাবাসীর দাবি, খুঁড়ে রাখা গর্ত মাটি দিয়ে ভরাট করে দুর্গন্ধের হাত থেকে রক্ষা করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা সেতুটি ঠিক করে এলাকাবাসীর চলাচলকে সহজ করে তোলা হোক।

পুরা বাজারের ব্যবসায়ী রুবেল হোসেন জানান, এই বাজারটিতে প্রায় ২০ গ্রামের মানুষ হাটবাজার করতে আসেন। বাজারের মুখে এমন দুর্গন্ধ মেনে নিতে কষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘প্রতিদিন এই পথ দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন। এখানে এত দুর্গন্ধ যে হেঁটে চলাচল দায়।’

ঢাকা উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান বলেন, ‘মাটি পরীক্ষা করার জন্য গর্ত খোঁড়া হয়েছিল। যদি দুর্গন্ধের সৃষ্টি হয়ে থাকে তাহলে মাটি দিয়ে গর্ত ভরাট করে দেব। সেতুটির এখনো টেন্ডার হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত