Ajker Patrika

বৃষ্টি আর শীতে কাহিল মানুষ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০১
বৃষ্টি আর শীতে কাহিল মানুষ

দিনাজপুরে গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার রাত ৩টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হয়। এ ছাড়া দিনে দেখা যায়নি সূর্যের আলো।

এদিকে, মাঘ মাসের শীত আর বৃষ্টিতে কাহিল মানুষ। বিশেষ করে ঝোড়ো বাতাসে কাঁপন ধরিয়ে দিচ্ছে প্রয়োজনের তাগিদে ঘর হতে বের হওয়া মানুষদের। একদিকে তীব্র শীত তার ওপর বৃষ্টি, ফলে শুক্রবার ছুটির দিন হওয়ার পরও নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি মানুষজন। দুপুর পর্যন্ত শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা। হাতে গোনা দু-চারজন মানুষকে নিতান্ত প্রয়োজনে চলাচল করতে দেখা গেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে সকাল ৯টা পর্যন্ত জেলায় ৩০ দশমিক ৩ মিলিমিটার এবং দুপুর ১২টায় ৪০ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। এ ছাড়া শুক্রবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার দিনাজপুরের ছিল তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা পর্যন্ত সারা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩০.৩ মিলিমিটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত