Ajker Patrika

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় নরসুন্দর গ্রেপ্তার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫: ৩৭
স্কুলছাত্রী ধর্ষণ মামলায় নরসুন্দর গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় এক নরসুন্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১২ টার পর তাঁকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার সকাল ১০ টার দিকে ওই স্কুলছাত্রীর মা বড় মেয়েকে নিয়ে স্কুলে যায়। সেই সুযোগে মাধব প্রামাণিক পানি পান করার নাম করে বাড়িতে ঢুকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

আরও জানা গেছে, রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

বাদী বলেন, ‘আসামিকে দাদা বলে ডাকতেন আমার মেয়ে। সেই সুযোগে পানি পান করার নাম করে আসামি বাড়িতে যায় এবং মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় গত রোববার রাত ১২ টার পরে মামলা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত