Ajker Patrika

ভোট না দেওয়ার শাস্তি রেশন কার্ড বাতিল!

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
ভোট না দেওয়ার শাস্তি রেশন কার্ড বাতিল!

ভোট না দেওয়ায় অনলাইনে রেশন কার্ড তালিকাভুক্ত করা হয়নি। অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ১২ জন।

জানা গেছে, ২০১৬ সালে হতদরিদ্রদের রেশন কার্ড তৈরি করে সরকার। রেশন কার্ড এবার অনলাইনে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য কয়েক উপকারভোগী অনলাইনে তালিকাভুক্ত হওয়ার জন্য ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদে গেলে উদ্যোক্তা উজ্জ্বল চন্দ্র রায় তাঁদের বলেন, ‘আপনাদের কার্ড বাতিল করেছেন চেয়ারম্যান। তাঁর সই ছাড়া হবে না।’ পরে তাঁরা চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান বলেন, ‘তোমরা যাকে ভোট দিছ, তাঁর কাছে যাও।’ এ কারণে উপকারভোগীরা চেয়ারম্যান শফিকুলের বিরুদ্ধে ইউএনও নাজির হোসেনকে লিখিত অভিযোগ করেন।

রেশন কার্ডধারী রিয়াজ উদ্দিন বলেন, ‘আমাদের কার্ডগুলো অনলাইনে তালিকাভুক্ত করতে পরিষদে গেলে উদ্যোক্তা উজ্জ্বল চন্দ্র বলেন, ‘‘আপনাদের কার্ড বাতিল করেছে। চেয়ারম্যানের সই ছাড়া হবে না।” এমনকি ৫০০ টাকা দিলে আমারটা করে দেওয়া হবে বলে দাবি করেন উদ্যোক্তা উজ্জ্বল।’ এরপর চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলেন, ‘তোমরা আমাকে ভোট দাওনি। যাকে ভোট দিছ, তাঁর কাছে যাও।’

আরেক কার্ডধারী মোসলেম উদ্দিন বলেন, ‘আমি চেয়ারম্যানের কাছে গিয়ে বললাম তিন দিন থেকে ঘুরছি কার্ড অনলাইনে তালিকাভুক্ত হচ্ছে না কেন? তিনি বললেন, কার্ড বাতিল হয়েছে। আর হবে না বলেই তিনি আর কোনো কথা বলেননি।’

এই বিষয়ে জানতে ভেলাগুড়ি ইউপির উদ্যোক্তা উজ্জ্বলকে মোবাইল ফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কেটে দেন। এরপর কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি।

ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমি নিয়মের বাইরে কোনো কাজ করিনি। যাঁরা সচ্ছল তাঁদের কার্ড বাতিল করা হয়েছে। তাঁরাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হেয় করতে অভিযোগ করেছেন।’

ইউএনও নাজির হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তদন্ত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’হাতীবান্ধা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই চেয়ারম্যানকে অনলাইনে তালিকাভুক্ত না করার কারণ জানাতে বলা হয়েছে। যদি সঠিক কোনো কারণ দেখাতে না পারেন তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত