Ajker Patrika

স্কুলের মাঠে নির্মাণসামগ্রী

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১০: ২৬
স্কুলের মাঠে নির্মাণসামগ্রী

পিরোজপুর সদর উপজেলায় একটি স্কুলের মাঠে সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ৮–৯ মাস আগে এসব নির্মাণ সামগ্রী রাখা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ঠিকাদার এসব নির্মাণ সামগ্রী স্কুলের মাঠে রেখেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর থেকে ওই ঠিকাদারের আর কোনো হদিস মিলছে না। স্কুলের মাঠে রাখা হয়েছে বিপুল পরিমাণ কালো পাথরের টুকরা ও প্রায় দেড় শ ব্যারেল (ড্রাম) বিটুমিন। বিদ্যালয় কর্তৃপক্ষ এখন সেগুলো নিয়ে চরম বিপাকে পড়েছেন।

দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়,৮–৯ মাস আগে ইউনিয়নের বটতলা বাজার থেকে কাতুলিয়া পর্যন্ত পৌনে ৩ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে কাজের ২৫ ভাগও সম্পন্ন হয়নি। তখন স্কুলের মাঠে নির্মাণ সামগ্রী ফেলে রাখে ঠিকাদার প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হাফিজুর রহমান ফোনে জানান, ‘বিদ্যালয়ের মাঠে ঠিকাদারি মালামাল রাখতে অনুমতি লাগবে কেন? অতিবর্ষণের কারণে এ কয় মাসে কোনো কাজ হয়নি, তাই মাঠে মালামালগুলো পড়ে আছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার হালদার বলেন, ‘দীর্ঘ বছর বিদ্যালয়ে কোনো ব্যবস্থাপনা কমিটি নেই। তাই আমরা অনেকটা অভিভাবকহীন অবস্থার মধ্যে রয়েছি।’

স্কুলের মাঠে মালামাল রাখার বিষয়ে প্রধান শিক্ষক প্রতুল কুমার হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদার আমাকে না জানিয়ে রাতের অন্ধকারে ট্রাক ভর্তি করে এসব খোয়া ও বিটুমিন রেখে যায়। এ কারণে ছাত্র–ছাত্রীদের খেলাধুলায় সমস্যা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত