Ajker Patrika

সড়কের মোড়ে মোড়ে বিশ্রাম বেঞ্চ স্থাপন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১২: ৪৫
সড়কের মোড়ে মোড়ে বিশ্রাম বেঞ্চ স্থাপন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে অধূমপায়ী, পথচারী ও প্রবীণ বাসিন্দাদের বিশ্রামের সুবিধার্থে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে আরসিসি বেঞ্চ বসানো হয়েছে। প্রায় ৩০টি রাস্তার মোড়ে ও হাটে শতাধিক টাইলস মোড়ানো বেঞ্চ স্থাপন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) কর্তৃপক্ষ।

ইউপি সূত্রে জানা গেছে, এলজিএসপির অর্থায়নে প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে ইউনিয়নের বাড়াদি হাট চণ্ডীপুর দুই, তিন ও চার নম্বর জিকে ব্রিজ মোড়, কোদালিয়া পাড়ার আরফান মোড়, রোবেলা মোড়, বামনপাড়া, কালুর মোড়, লজেন মোড়সহ প্রায় ৩০টি সড়কের মোড় ও হাট-বাজারে শতাধিক বেঞ্চ স্থাপন ও পাঁচটি গাছের গোড়া টাইলস মুড়িয়ে পাকা করা হয়েছে।

এ বিষয়ে চণ্ডীপুর গ্রামের কৃষক আনারুল বলেন, ‘বিকেলে বা সন্ধ্যার পরে নাতি-নাতনিকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া লাগে। চায়ের দোকানে লোকজন ধূমপান করায় শিশুদের নিয়ে বসা যায় না। অনেক বয়স্ক ব্যক্তিরা তাঁদের বন্ধু পরিচিতদের নিয়ে মোড়ে এসে সময় কাটান কিন্তু বসার পরিবেশ পান না। চায়ের দোকানদাররা বেঞ্চ দিতে চান না। আমাদের মতো মানুষের কথা চিন্তা করে চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বেঞ্চ স্থাপন করে দিয়েছেন। এখন প্রতিটি রাস্তার মোড়ে ও হাটে মানুষ এসব বেঞ্চে বসে সময় কাটাতে পারছেন।

পথচারী মিজানুর রহমান মামুন বলেন, ‘বাইসাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। গাছের ছায়ায় বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছি। বেঞ্চ স্থাপনে চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।’

ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মুস্তাক বলেন, ‘প্রতিটি মোড়েই বেঞ্চ স্থাপন করা হয়েছে। যাঁরা চায়ের দোকানে বসেন না তাঁরা এখানে বসে আড্ডা দেন। বিশেষ করে বয়স্করা এতে খুবই খুশি।’

চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বলেন, ‘অধূমপায়ী, বয়স্ক ও পথচারীদের সুবিধার্থে রাস্তার মোড়ে মোড়ে এসব বেঞ্চ স্থাপন করেছি। এতে ইউনিয়নবাসী খুবই খুশি। যেসব ব্যক্তি চায়ের দোকানে বসতে পারেন না তাঁরা এসব বেঞ্চে বসে সময় কাটাচ্ছেন। তা ছাড়া পথচারীরাও এর সুবিধা পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কয়েকটি মোড়ে ছাউনি নির্মাণ করা হবে যাতে ঝড় ও বৃষ্টিতে পথচারীরা নিরাপদ আশ্রয় পান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত