Ajker Patrika

ভেড়ামারায় টিকা পেল ১৪ হাজার মানুষ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৮
ভেড়ামারায় টিকা পেল ১৪ হাজার মানুষ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় নিবন্ধন করা ১৩ হাজার ৫০০ জনকে সিনোফার্মের প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ টিকা দেওয়া হয়।

প্রতিটি ইউনিয়নে এক হাজার পাঁচ শ করে ছয় ইউনিয়নে মোট নয় হাজার টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া পৌরসভায় চার হাজার পাঁচ শ টিকা গ্রহীতাকে টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নুরুল আমিন আজকের পত্রিকাকে বলেন, উপজেলার প্রতিটি টিকাকেন্দ্রে সুশৃঙ্খলভাবে গ্রহীতাদের টিকা দেওয়া হয়েছে। ইতিপূর্বে যেসব ব্যক্তি রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টিকা পাননি তাঁদের এ টিকা দেওয়া হয়।।

এ বিষয়ে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন বলেন, ‘সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে টিকা গ্রহীতারা টিকা নিতে ভিড় করেন। সুশৃঙ্খল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁরা টিকা নেন। এর আগে মানুষের টিকা নিতে এত আগ্রহ দেখা যায়নি। এ সময় তাঁদের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু বলেন, ‘উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপস্থিত হতে থাকে। এ সময় নিজ থেকেই তাঁদের লাইনে দাঁড়িয়ে পড়তে দেখা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত