Ajker Patrika

কলার ১৬ শ কাঁদি কাটল দুর্বৃত্ত

মধুপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০: ২৮
কলার ১৬ শ কাঁদি কাটল দুর্বৃত্ত

মধুপুরে রাতের আঁধারে প্রায় ১ হাজার ৬০০ কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্ত। গত বুধবার দিনগত রাতে উপজেলার বোকারবাইদ গ্রামে। এতে সাড়ে ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক বাদশা মিয়া।

জানা গেছে, ৪৫ শতাংশ জমিতে ১ হাজার ৬০০ কলার চারা রোপণ করেন কৃষক বাদশা মিয়া। টানা এক বছর পরিচর্যার ফলে কলাবাগানের সব গাছেই বড় কলার কাঁদি ধরেছে। মাসখানেক পরেই কলাগুলো বিক্রির উপযোগী হবে। তবে বুধবার রাতে কে বা কারা কলাবাগানের সব গাছের কাঁদি কেটে বাগানে ফেলে রেখেছে।

শুধু কলাগাছই নয়, বাদশা মিয়ার বাড়ির পাশের ছোট আমগাছগুলোও কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এমনকি রান্না ঘরের চুলা ভেঙে নিয়ে গেছে হাঁড়ি-পাতিলও।

বাদশা মিয়া বলেন, ‘আমার সঙ্গে কারও শত্রুতা নেই। কে এই সর্বনাশ করল বুঝতে পারছি না। এই বাগান করতে গিয়ে ঋণগ্রস্ত আমি। কীভাবে আমি ক্ষতি পুষিয়ে উঠব জানা নেই। আমি ন্যায়বিচারের জন্য আইনের দ্বারস্থ হব।’

বাদশা মিয়া জানান, এই বাগানের কলার চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিন লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। বর্তমান বাজারমূল্যে মাসখানেক পরেই সাড়ে ছয় লাখ টাকার কলা বিক্রি করতেন পারতেন।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, কলার কাঁদি কেটে ফেলার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত