Ajker Patrika

সিলেটে স্কুলশিক্ষার্থীদের টিকাদান শুরু সোমবার

সিলেট প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
সিলেটে স্কুলশিক্ষার্থীদের টিকাদান শুরু সোমবার

সিলেট নগরীতে শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী সোমবার। প্রাথমিক অবস্থায় ২৫ হাজার স্কুলশিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। এ ভ্যাকসিন নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয়। এ জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। কিন্তু সিলেটের স্কুলগুলোতে এই ব্যবস্থা না থাকায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম গতি পায়নি।

এ ছাড়া শিক্ষার্থীরা জন্মনিবন্ধন সনদ দিয়ে ভ্যাকসিনের নিবন্ধন করতে গিয়েও সমস্যায় পড়ে। কেননা, অনেক শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদই অনলাইনে ছিল না। এসব জটিলতা কাটিয়ে সোমবার থেকে টিকা দেওয়া শুরু হবে।

ডা. জাহিদুল ইসলাম আরও জানান, ১৩ ডিসেম্বর থেকে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় এবং পুলিশ লাইনস হাইস্কুলে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে।

এসব প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া জন্মনিবন্ধন সনদের বাধ্যবাধকতাও এখন তুলে দেওয়া হয়েছে। এ চার স্কুলে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও ভ্যাকসিন প্রদান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত