Ajker Patrika

বিস্তীর্ণ বিলে পদ্মের ডাক

শাহীন রহমান, পাবনা 
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৫: ১৬
বিস্তীর্ণ বিলে পদ্মের ডাক

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সুঁইগ্রামে অবস্থিত কলমীগাড়া বিল। উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে সবুজে ঘেরা গ্রামে প্রথমে পিচঢালা পথ। এই গ্রামের মেঠোপথ পেরিয়ে পৌঁছাতে হয় বিলটিতে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ্য হয়ে ওঠে। পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে এলাকাবাসীর পাশাপাশি প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এই বিলের পাড়ে আসছেন।

সরেজমিনে দেখা যায়, গ্রামের শেষ প্রান্তে কলমীগাড়া বিল। একটি বাড়ির মাঝখান দিয়ে বিলের পাড়ে ধানখেতের কিনারে পৌঁছে দেখা গেল ডিঙি নৌকায় মাছ শিকারে ব্যস্ত স্থানীয় কৃষক হারুন আলী। তাঁর ডিঙি নৌকায় বিলের মাঝখানে গেলে মন হারিয়ে যায় ভালো লাগার অন্য জগতে। চারপাশে ফুটে আছে অনেকগুলো পদ্ম ফুল। কোনোটি আবার অভিমানে নিজেকে গুটিয়ে রেখেছে। বিলের চারপাশে সবুজ ধানখেত আর মাঝখানে সাদা-গোলাপি রঙের পদ্ম ফুল তৈরি করেছে অন্য রকম সৌন্দর্য। সূর্যাস্তের সঙ্গে পদ্ম ফুলের রং-রূপ তৈরি করে মোহনীয় আবেশ।

তবে কিছু সমস্যাও রয়েছে পদ্ম ফুলের সৌন্দর্যের মধ্যে। বিলে যাতায়াতের তেমন কোনো ব্যবস্থা নেই। ডিঙি নৌকায় দুজনের বেশি ওঠা যায় না। আর প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা পদ্মবিলের মাঝেমধ্যে কচুরিপানা ও অন্যান্য আগাছা রয়েছে, যেগুলো পরিকল্পিতভাবে নিরসন করা গেলে সৌন্দর্য আরও বাড়বে।

সুঁইগ্রামের বাসিন্দা আতাউর রহমান স্বপন বলেন, কলমীগাড়া বিলে সাধারণত বর্ষা মৌসুমে পদ্ম ফুল ফোটা শুরু হয়। শরৎকালে বেশি ফুল ফোটে। এখানে কেউ পদ্ম ফুলের চাষ করে না। বছরের পর বছর ধরে প্রাকৃতিকভাবে এই বিলে পদ্ম ফুল ফুটে আসছে। বিলের নিচু এলাকার কিছু জমি চাষাবাদের আওতায় আসায় পদ্ম বিলের পরিধি অতীতের চেয়ে এখন অনেক কমে গেছে।

পদ্ম ফুল দেখতে আসা হুমায়ুন সজীব বলেন, ‘গ্রামবাংলায় পদ্ম ফুল বেশ পরিচিত। খোঁজ পেয়ে দেখতে এসেছি। বিলে পদ্ম ফুল দেখে মুগ্ধ হলাম।’

স্থানীয় বাসিন্দা আবেদ আলী (৫০) পাঁচ বছর ধরে বছরের ছয় মাস কলমীগাড়া বিলের পদ্ম ফুল, পদ্ম চাক ও পদ্মপাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, সকালে বাড়ির পাশের বিল থেকে প্রায় দুই ঘণ্টা পদ্ম ফুল, পদ্ম চাক ও পদ্মপাতা তোলেন তিনি। দশটি পদ্ম ফুলের এক আঁটি ১৫ টাকা, ছয়টি পদ্ম চাক ১০ টাকায় এবং প্রতিটি পদ্মপাতা ৬ টাকায় বিক্রি করেন তিনি।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুহুল কুদ্দুস ডলার বলেন, ‘পদ্ম ফুল কেবল সৌন্দর্যের কারণ তা-ই নয়, উদ্ভিদটি ভেষজ গুণসমৃদ্ধও। এর ডাঁটা সবজি হিসেবে খাওয়া যায়। মানুষের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে, চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়ে এই জলজ উদ্ভিদ ও ফুল বেশ উপকারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত