Ajker Patrika

কোস্টগার্ডের উদ্যোগে কম্বল বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৩১
কোস্টগার্ডের উদ্যোগে কম্বল বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় জনপদের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ও তাঁদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের উদ্যোগে গত বুধবার দিনব্যাপী সুন্দরবন ঘেঁষা দুর্গত জনপদ গাবুরায় এসব কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় ৪ শতাধিক মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি ১৭০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল উঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয়দের খাবার পানির সংকট দূরীকরণে চাঁদনীমুখা মহিলা মাদ্রাসা ও নুরানি ইবতেদায়ি মাদ্রাসায় দুটি খাবার পানির ট্যাংক উদ্বোধন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন, মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেনীফার বিনতে ইয়াছিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত