Ajker Patrika

পিননে স্বপ্ন বুনছেন সান্ত্বনারা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৯: ৪১
পিননে স্বপ্ন বুনছেন সান্ত্বনারা

তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পিনন। বিশেষ করে উৎসবে পরা হয় এই পোশাক। এই পোশাক বুনেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সান্ত্বনা তঞ্চঙ্গ্যা। রাঙামাটির কাপ্তাই সদর ইউনিয়নের দুর্গম হরিণছড়া এলাকার দুছড়িপাড়ার বাসিন্দা।

কাপ্তাই লেকে ট্রলারে ১৫ কিলোমিটার যাওয়ার পর কিছুটা পথ হেঁটে গেলে দুছড়িপাড়া। হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওই পাড়ায় গত বুধবার সকালে দেখা যায়, বাড়ির উঠানে পিনন তৈরি করছেন সান্ত্বনা তঞ্চঙ্গ্যা।

সান্ত্বনার বাবা শেল কুমার তঞ্চঙ্গ্যা একজন কৃষক, অন্যের জুমে দিনমজুরিতে কাজ করেন। কাজ না থাকলে ঘরে বসে থাকতে হয় তাঁকে। মা লক্ষ্মী দেবী তঞ্চঙ্গ্যা গৃহিণী। তিন বোনের মধ্যে সবার বড় সান্তনা। মেজো বোন দয়াবালা তঞ্চঙ্গ্যা কর্ণফুলী সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে পড়ছে। ছোট বোন আদরবালা তঞ্চঙ্গ্যার পড়ালেখা প্রাথমিকের গণ্ডি পেরিয়ে বন্ধ হয়ে গেছে।

দীর্ঘশ্বাস ফেলেই সান্ত্বনা জানান, তিনি চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চবিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি উত্তীর্ণ হয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজে ভর্তি হন। নানা কারণে এইচএসসি পাস করতে পারেননি। আর্থিক অবস্থার কারণে তাঁকে এই পিনন বুননের কাজ করতে হচ্ছে।

সান্ত্বনা জানান, তাঁরা তিন বোনই পিনন বোনেন। একটি পিনন তৈরিতে কমপক্ষে দুই সপ্তাহ লাগে। স্থানীয়ভাবে একটি পিনন ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হয়। আবার বাইরে নিয়ে গেলে ৬ থেকে ৭ হাজার টাকাও বিক্রি হয়। তাঁরা মাসে চার-পাঁচটি পিনন তৈরি করেন। এগুলো বিক্রি করে যে লাভ হয়, তা দিয়ে পরিবার চলে।

সান্ত্বনা আজকের পত্রিকাকে বলেন, ‘পিনন তৈরি করা অত্যন্ত পরিশ্রমের কাজ। আবার পুঁজিও দরকার। যদি সরকারি-বেসরকারি সহযোগিতা পাওয়া যেত, তবে আরও বেশি এগিয়ে যেতে পারতাম।’

১১৯ নম্বর ভাইজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা জানান, দুছড়িপাড়ায় সান্ত্বনা তঞ্চঙ্গ্যা ও তাঁর দুই বোন মিলে তাঁদের সম্প্রদায়ের ঐতিহ্য ধরে রেখেছেন। তবে এসব দুর্গম এলাকায় জেলা পরিষদ বা সরকারি সংস্থা এগিয়ে এলে, এমন অনেকে তাঁদের প্রতিভাকে আরও কাজে লাগাতে পারবেন।’

স্থানীয় ইউপি সদস্য নবীন কুমার তঞ্চঙ্গ্যা আজকের পত্রিকাকে বলেন, ‘সান্ত্বনারা খুবই গরিব। অনেক সময় তাঁরা সঠিক দাম পান না।’

গত বুধবার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে দুছড়িপাড়ায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। এ সময় সান্ত্বনার পিনন বুনন দেখে বলেন, ‘সরকার যেমন উদ্যোক্তাদের উৎসাহ দেয়, সহযোগিতা দেয়, তেমনি উপজেলা প্রশাসন থেকে প্রান্তিক পর্যায়ে এই হস্তশিল্পীদের সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত