Ajker Patrika

৩২ শিক্ষককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১২: ২৭
৩২ শিক্ষককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ভোটার তালিকা থেকে ৩২ শিক্ষককে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ শিক্ষকেরা সমিতির সভাপতি বাবর আলী ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান পাতানো নির্বাচনের লক্ষ্যে এ কাজ করছেন বলে অভিযোগ বাদ পড়া শিক্ষকদের। এ বিষয়ে গত রোববার সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা। নির্বাচনী তফসিল বাতিল, বাদ পড়া শিক্ষকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বাদ পড়া শিক্ষকেরা।

অভিযোগে বলা হয়, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে সভাপতি, সাধারণ সম্পাদক ও তাঁদের অনুসারীরা ৩২ শিক্ষককে বাদ দিয়েছেন। ইতিমধ্যে ৪ বছর মেয়াদি এই কমিটি ৯ বছর পার করেছে। এর মধ্যে তাঁরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তা ঢাকতে এমন কাজ করা হয়েছে।

সদ্য বিলুপ্ত কমিটির কোষাধ্যক্ষ বিমল কুমার রায় বলেন, ‘আমি সভাপতি পদে মনোনয়ন ফরম নিতে গিয়েছিলাম। কিন্তু আমাকে ফরম দেওয়া হয়নি। তা ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে সমিতির আয়-ব্যয় সম্পর্কেও কোনো দিন কিছু জানতে দেওয়া হয়নি। এমনকি সর্বশেষ সভা করে ৩২ শিক্ষককে অন্যায়ভাবে ভোটার তালিকা হতে বাদ দেওয়া হয়েছে।’

বিলুপ্ত কমিটির সভাপতি বাবর আলী বলেন, ‘গোয়ালন্দে চারটি শিক্ষক সংগঠন রয়েছে। মোট শিক্ষক সংখ্যা ২৭২ জন। এর মধ্যে যারা বাকি ৩টি সংগঠনের সঙ্গে যুক্ত, এমন ৩২ জনকে আলোচনা সাপেক্ষে সমিতির ভোটার তালিকা হতে বাদ দেওয়া হয়েছে। আর কোনো অনিয়মের সঙ্গেও আমরা যুক্ত নই।’

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বাদ পড়া শিক্ষকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। মাননীয় এমপি মহোদয় এ বিষয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আর এ বিষয়ে খোঁজ নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত