Ajker Patrika

সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৮
সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

ঢাকার সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা করা হয়েছে। সাভার থানার পুলিশ জানায়, কয়েক মাস আগে সোহেল রানা সাভার পৌর এলাকার এক কিশোরীর (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এর পর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন সোহেল।

ওই কিশোরী বিয়ের জন্য চাপ দিলে সোহেল রানা তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। বিয়ে না করায় কিশোরীর মা গতকাল বৃহস্পতিবার সাভার মডেল থানায় সোহেল রানার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

অভিযুক্ত সোহেল রানা পলাতক আছেন। তাঁর মোবাইল ফোন নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর সাভার ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিল করে তাঁকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে পত্র দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত