Ajker Patrika

স্কুলছাত্রীকে ধর্ষণে মামলা গ্রেপ্তার ১

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২: ২৯
স্কুলছাত্রীকে ধর্ষণে মামলা গ্রেপ্তার ১

বরিশালের গৌরনদী উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে (১৫) ধর্ষণের ঘটনায় মামলা ও একজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত প্রেমিক রবিউল বেপারীকে (২১) আসামি করে গত শনিবার রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি প্রেমিক রবিউল বেপারীকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, গত দুই বছর পূর্বে উপজেলার রবিউল বেপারীর সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে প্রেমিক রবিউল বেপারী গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রেমিকার (ছাত্রী) বাড়িতে দেখা করতে গিয়ে মোবাইল ফোনে ডেকে প্রেমিকাকে ঘরের বাইরে আনে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে প্রেমিক রবিউল।

উপপরিদর্শক কামাল হোসেন জানান, এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত রবিউল বেপারীকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। তারপরই তিনি পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে মামলার আসামি প্রেমিক রবিউল বেপারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

রোববার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ দিন সে বরিশাল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামলা হোসেন জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত