Ajker Patrika

দুই ভাগনের ঝগড়ায় প্রাণ গেল মামার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ০২
দুই ভাগনের ঝগড়ায়  প্রাণ গেল মামার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাগনের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মাহমুদ মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদ মিয়া ওই এলাকার কালা মিয়ার ছেলে। নিহতের মরদেহ গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলমগীর মিয়া ও তাঁর ভাই আনোয়ার হোসেনের মধ্যে পারিবারিক কলহ নিয়ে ঝগড়া হয়। দুই ভাগনের ঝগড়ার খবর পেয়ে মামা মাহমুদ মিয়া ওই বাড়িতে যান।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ভাগনে আলমগীর মিয়া উত্তেজিত হয়ে মামা মাহমুদ মিয়াকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানী ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন বলেন, এই ঘটনায় আলমগীরকে আটক করা হয়েছে। মামলার পর বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত