Ajker Patrika

পূর্ণ ডোজ টিকা নিয়েও মৃত্যু কেন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৪: ৪৫
পূর্ণ ডোজ টিকা নিয়েও মৃত্যু কেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার মারা গেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। এরপর তাঁর পরিবার জানিয়েছে, তিনি করোনার দুই ডোজ টিকাই নিয়েছিলেন। ৮৪ বছর বয়সী পাওয়েল বার্ধক্যজনিত নানা রোগ ছাড়াও ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন।

কলিন পাওয়েলের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, করোনা প্রতিরোধে টিকা কার্যকর নয়—এমন দাবিতে আবারও সরব হয়ে উঠতে পারেন দেশটির করোনা টিকাবিরোধীরা। টিকা নিয়েও যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়, তাহলে এই টিকা নিয়ে লাভ কী? এই প্রশ্নের উত্তর কী?

এসব বিষয় জানতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কথা বলেছে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মিলকেন ইনস্টিটিউট স্কুল অব পাবলিক হেলথের স্বাস্থ্যনীতি ও ব্যবস্থাপনার অধ্যাপক এবং চিকিৎসা বিশ্লেষক ডা. লিয়ানা ওয়েনের সঙ্গে। করোনার টিকার কার্যকারিতা এবং টিকা নিয়েও মৃত্যু সম্পর্কিত নানা দিক উঠে এসেছে বিশেষ এই সাক্ষাৎকারে।

সিএনএন: টিকা নেওয়ার পরও আমরা করোনায় অনেক মানুষের মৃত্যু দেখছি। এরপরও টিকা নেওয়া জরুরি কি না, সেটি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন?

ডা. লিয়ানা ওয়েন: আমাদের বিজ্ঞান এবং গবেষণা যা বলছে, তা দিয়েই শুরু করতে হবে। করোনার টিকা অসুস্থতা, বিশেষ করে মারাত্মক রোগ প্রতিরোধে দারুণ কার্যকরী। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের (সিডিসি) সাম্প্রতিক তথ্য বলছে, টিকা নিলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ছয় গুণ এবং মৃত্যুর ঝুঁকি ১১ গুণ কমে যায়, যা আসলেই ভালো সংবাদ। যদিও করোনার টিকা আপনাকে শতভাগ সুরক্ষা দেবে না, কোনো টিকাই সেই নিশ্চয়তা দেয় না।

সিএনএন: টিকা নেওয়া সত্ত্বেও কি করোনায় আক্রান্ত কিছু মানুষের অবস্থা গুরুতর হতে পারে?

ওয়েন: হ্যাঁ, সেটি হতে পারে। আমরা জানি, বয়স্ক ব্যক্তি এবং যাঁদের অন্য কোনো গুরুতর রোগ রয়েছে, তাঁদের করোনায় মৃত্যুর ঝুঁকি বেশি। এটি করোনা টিকার বুস্টার ডোজ সুপারিশ করার অন্যতম কারণ। এ ছাড়া টিকার তৃতীয় ডোজ নেওয়ার পরও এ ধরনের রোগীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

সিএনএন: আপনি আগে বলেছিলেন, সবাই যখন টিকা নেয়, তখন সেটি ভালো কাজ করে—এটি সঠিক কি না?

ওয়েন: করোনার টিকাকে আপনি ভালো একটি রেইনকোট মনে করতে পারেন, যা আপনাকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে রক্ষা করার জন্য খুব ভালো কাজ করবে। কিন্তু যদি আপনি একটি ঘূর্ণিঝড়ের মধ্যে পড়েন, তখন ওই রেইনকোট দিয়ে নিজেকে রক্ষা করার সুযোগ খুব কম। তার মানে এই নয় যে, আপনার রেইনকোটটি ত্রুটিপূর্ণ। এর মানে হলো, আপনি চরম খারাপ আবহাওয়ার মধ্যে আছেন এবং শুধু রেইনকোট আপনাকে রক্ষা করতে পারবে না। ঠিক তেমনই করোনার ভিন্ন ভিন্ন ধরন যখন আপনার চারপাশে ছড়িয়ে রয়েছে, তখন আপনার সংক্রমিত হওয়ার আশঙ্কাই বেশি। তাই সরাসরি বলা যায় না, টিকার কার্যকারিতা নেই বা কম।

সিএনএন: যাঁরা টিকা কার্যকর বলে বিশ্বাস করেন না, তাঁদের উদ্দেশে আপনি কী বলবেন?

ওয়েন: ধরা যাক, কেউ স্বাস্থ্যকর খাবার খায় এবং নিয়মিত ব্যায়াম করেন, এরপরও তাঁর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে। এর অর্থ এই নয় যে, স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম খারাপ কিছু। এর মানে হলো, আপনি রোগ প্রতিরোধে সব সঠিক পদক্ষেপ নিলেও তা আপনাকে কোনো রোগে আক্রান্ত না হওয়ার নিশ্চয়তা দেয় না।

ঠিক সেভাবেই করোনার টিকা কাজ করে এবং তা রোগে আক্রান্ত হওয়া ও গুরুতর অসুস্থ হয়ে মারা যাওয়ার ঝুঁকি কমায়, তবে শতভাগ নয়। করোনা থেকে সবাইকে রক্ষা করা এবং এই মহামারি শেষ করার জন্য আমাদের বড় অস্ত্রই টিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত