Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে কেব্‌ল অপারেটরের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ০৭
বিদ্যুতায়িত হয়ে কেব্‌ল অপারেটরের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে সবুজ মোল্লা (৩০) নামের এক কেব্‌ল অপারেটরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নদন্দনালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ মোল্লা চাপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনীপাড়া এলাকার জালাল মোল্লার সন্তান।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবুজ মোল্লা কুষ্টিয়ার কেসি টিভির কেব্‌ল অপারেটর। গতকাল সকালে তিনি উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় বৈদ্যুতিক খুঁটি বেয়ে ওয়াইফাই লাইনে তার টাঙাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে তাঁর হাত লাগে। পরে সবুজের শরীর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর কুমারখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সবুজের মরদেহ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় পুলিশ উদ্ধারকৃত মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, ‘বিদ্যুতের খুঁটিতে মানুষ ঝুলছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা ধরে অভিযান চালায়। অভিযানে সবুজ মোল্লা নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে সবুজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত