Ajker Patrika

নিচু জমিতেও হবে আলু চাষ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১০: ০৪
নিচু জমিতেও হবে আলু চাষ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শীতের আগমনের শুরুতেই বিস্তীর্ণ এলাকাজুড়ে এখন চলছে আলু রোপণের শেষ সময়ের কাজ। তবে উপজেলার বিস্তীর্ণ নিচু জমিতে এখনো আলু রোপণ হয়নি। এসব জমি পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

গতকাল শনিবার দেখা যায়, উপজেলার জৈনসার ইউনিয়নের বিস্তীর্ণ নিচু জমি থেকে পানি ও ধানগাছের নাড়া (খড়) সরানোর কাজ করছেন কৃষকেরা। এখনো অনেক কৃষক জমি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারেননি। এ ছাড়া বিভিন্ন নিচু জমিতে জমে রয়েছে পানি। আরও কয়েক দিন লেগে যাবে এ জমি থেকে পানি সরতে। সে জন্য সেচ দেওয়ার স্পাম মেশিন লাগিয়ে জমি থেকে পানি সরানোর কাজ করছেন তাঁরা।

জানা যায়, উপজেলার জৈনসার ইউনিয়নের প্রায় ৭০০ হেক্টর নিচু জমিগুলোতে আলুর আবাদ হতে পারে।

কৃষক আওয়াল দেওয়ান বলেন, ‘আমরা ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে আলু রোপণ শুরু করি। এ ইউনিয়নের জমিগুলো নিচু। তাই বোনা আমন ধান রোপণ করি। সে ক্ষেত্রে জমি থেকে পানি যেতে একটু দেরি হয়। আমরা দেরিতেই আলু রোপণ করি এবং আলু অন্য ইউনিয়নের কয়েক দিন পর ওঠানো শুরু করি।’

আরেক কৃষক আলী মিয়া বলেন, ‘এই জমিগুলোতে আলু রোপণ একটু দেরিতে হয়। এই ইউনিয়নের অনেক স্থানে আগে পানি নিষ্কাশনের জন্য খালের মতো ছিল। সেগুলো না থাকায় এখন পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। সে হিসেবে আমাদের দেরিতে আলু রোপণ করতে হচ্ছে। অন্য ইউনিয়নগুলোতে আলু রোপণ প্রায় শেষ। আর আমরা এখন মাত্র খড় উল্টিয়ে জমি থেকে সরিয়ে নিচ্ছি এবং নালা করে দিচ্ছি যাতে পানি সরে যেতে পারে। আর কয়েক দিন পর আলু রোপণ শুরু হবে।’

উপজেলা কৃষি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘জৈনসার ইউনিয়নের কিছু নিচু জমিতে প্রতিবারেই একটু দেরিতে আলু রোপণ করে। আর উপজেলার অন্য ইউনিয়নে এখন আলু রোপণ প্রায় শেষ পর্যায়ে। এটা তাদের প্রতিবারেই অভ্যস্ত হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত