Ajker Patrika

দোহারে ৭১ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, দোহার
আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২: ২১
দোহারে ৭১ জনের করোনা শনাক্ত

দোহারে নতুন করে আরও ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৩৬ জন।

গতকাল সোমবার সকাল ৬টা ৪২ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, গত ৫ ও ৭ আগস্ট উপজেলা থেকে ১২২টি নমুনা পাঠানো হয়। এ থেকে ৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ডা. মো. জসিম উদ্দিন বলেন, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। উপজেলায় এখন পর্যন্ত মোট ৮ হাজার ৯৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৩ জন মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত