Ajker Patrika

সার্ক ফোয়ারায় ফাটলে পান্থপথে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৩: ৪৭
সার্ক ফোয়ারায় ফাটলে পান্থপথে জলাবদ্ধতা

কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পশ্চিম পাশের একটি অংশের দেয়ালে ফাটল দেখা দেয়। এতে ফোয়ারার পানি গড়িয়ে পান্থপথের সড়কের একাংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারী এবং যাত্রীরা। প্রায় ১০ ঘণ্টা পরে সেই ফাটল সারিয়ে তোলে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।

গতকাল সোমবার ভোরে সার্ক ফোয়ারার দেয়ালে ফাটল দেখা দেয়। দিনভর পানি গড়িয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় পান্থপথ ও কারওয়ান বাজারের রাস্তার একাংশে। এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার জোন-৩-এর ইঞ্জিনিয়ার সৈয়দ মোস্তাকিম হোসাইন বলেন, ‘আমরা দুপুরের দিকে খবর পেয়েছি। পরে ফাটল সারাতে ব্যবস্থা নিই।’

বিকেলে সরেজমিনে দেখা যায়, সার্ক ফোয়ারার পশ্চিম পাশের একটি অংশের দেয়াল ফেটে পানি গড়াচ্ছে। ফলে ওই অংশের রাস্তার বিটুমিনও উঠে যায়। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়।

সার্ক ফোয়ারা মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. শিমুল হোসেন সাংবাদিকদের বলেন, রোববার দিবাগত রাত ৩টার দিকে রাস্তায় পানি গড়িয়ে পড়ে। ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগারের মেকানিক ফারুক মল্লিক বলেন, ‘আমরা খবর পেয়েছি দুপুর ২টার দিকে। কিন্তু যেখান থেকে পানি বন্ধ করব, তার ওপর একটা ব্যক্তিগত গাড়ি রাখা ছিল। মালিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই বন্ধ করতে দেরি হয়েছে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মালিককে খুঁজে গাড়ি সরিয়েছি। পানিও বন্ধ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত