Ajker Patrika

‘নৌকায় ভোট দিয়ে কি দোষ করেছি?’

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১১: ১৯
‘নৌকায় ভোট দিয়ে কি দোষ করেছি?’

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম দুদুর বিরুদ্ধে পরাজিত নৌকার প্রার্থীর সমর্থকদের মারধর, ঘরবাড়ি ভাঙচুরসহ নানা অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সিরাজদিখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নৌকার প্রার্থী মো. আবুল খায়ের ব্যাপারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপীসহ নেতা-কর্মীরা।

এ সংবাদ সম্মেলনে আবুল খায়ের ব্যাপারী বলেন, ‘আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটসহ বাড়িঘর ছাড়া করেছেন রফিকুল ইসলাম দুদুর সমর্থকেরা। এসব ঘটনায় সিরাজদিখান থানায় আমার সমর্থকেরা ১৫টি অভিযোগ করেছে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে আমার সমর্থকদের বাড়িতে আতঙ্ক বিরাজ করছে এবং বাড়িতে থাকতে পারছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।’

জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী বলেন, ‘আমরা প্রশাসনের কাছে বারবার গেলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।’

সংবাদ সম্মেলনে কয়েকজন নৌকার সমর্থকেরা বলেন, আমরা আওয়ামী লীগ করে কি কোনো দোষ করেছি? প্রধানমন্ত্রীর নৌকা মার্কায় ভোট দিয়ে কি কোনো দোষ করেছি? যে কারণে বাড়িতে থাকতে পারছি না।

এ বিষয়ে রফিকুল ইসলাম দুদু বলেন, ‘আমি বিজয়ী হওয়ার পর আমার সমর্থকদের বলে দিয়েছি কোনো ধরনের সহিংসতা যেন না করে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা মেম্বার প্রার্থীরা করেছে, আমার সমর্থকেরা করে নাই।

সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম বলেন, আজকে (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে সিরাজদিখান থানার ওসি ওই এলাকার বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে মানুষজনের সঙ্গে আলাপ-আলোচনা করছেন। যাতে করে আইন-শৃঙ্খলা অবনতি না হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত