Ajker Patrika

ভেড়ামারায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীরা বহাল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২: ১৩
ভেড়ামারায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীরা বহাল

কুষ্টিয়ার ভেড়ামারায় আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি।

তবে শেষ দিনে জাসদের একমাত্র বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম সফি হাজি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। শেষ দিনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন ও ৮ জন সাধারণ সদস্য মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারের পর বর্তমানে মোট চেয়ারম্যান প্রার্থী ২৪ জন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৬৫ জন ও সাধারণ সদস্য পদে ১৯৩ জন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভেড়ামারার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে ৩ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নামেন ৩ আওয়ামী লীগ নেতা। নৌকা প্রতীক না পেয়ে তাঁরা স্বতন্ত্র প্রার্থীর পথে হেঁটেছেন। তাঁরা হলেন, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক, জুনিয়াদহ ইউনিয়নে হাসানুজ্জামান হাসান ও চাঁদগ্রাম ইউনিয়নে মজিবুল হক মুকুল।

জুনিয়াদহ ইউনিয়নের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান হাসান বলেন, ‘তৃণমূল কর্মী ও সমর্থকদের দাবিতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সাংগঠনিক ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।’

বিদ্রোহী প্রার্থীর বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা বলেন, ‘মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কেউ নির্বাচন করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা কর্মকর্তা ফাতেমা খাতুন জানান, আজ (বুধবার) সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আশা করব প্রার্থীরা আচরণবিধি মেনে চলবেন। যদি কেউ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত