Ajker Patrika

মহানবী (সা.)-এর কোরবানি

মাওলানা সাখাওয়াতুল্লাহ
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫: ৫০
মহানবী (সা.)-এর কোরবানি

কোরবানি হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নত। অবশ্য ইসলামের শুরু থেকেই কোরবানির বিধান নাজিল হয়নি। বরং হিজরতের পর মহানবী (সা.)-এর মদিনার জীবনের শুরুতে কোরবানির বিধান প্রবর্তিত হয়। মদিনায় যাওয়ার পর তিনি প্রতিবছরই কোরবানি করতেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) মদিনার ১০ বছরের জীবনে প্রতিবছরই কোরবানি করেছেন।’ (তিরমিজি)

আনাস (রা.) বলেন, রাসুল (সা.) দুটি সাদা-কালো রঙের ভেড়া দিয়ে কোরবানি করেছেন। তখন আমি তাঁকে দেখতে পেলাম, তিনি ভেড়া দুটির পাশে পা রেখে ‘বিসমিল্লাহ ও আল্লাহু আকবার’ পড়ে নিজ হাতে পশু জবাই করেছেন। (বুখারি)

বিদায় হজে মহানবী (সা.) ‘দমে শোকর’ হিসেবে ১০০ উট কোরবানি করেছেন। ৬৩টি উট তিনি নিজে জবেহ করেছেন, বাকিগুলো আলী (রা.) জবাই করেছেন। জাবির (রা.) থেকে বর্ণিত, ‘নবী (সা.) একটি উট হাদি দিলেন। আর পশু জবাইয়ের ক্ষেত্রে এক-তৃতীয়াংশে আলী (রা.)-কে শরিক করলেন।’ (তাহাবি)

রাসুল (সা.) ঈদগাহে কোরবানির পশু জবাই করতেন। আর তিনি উট, গরু ও ভেড়া—সবই কোরবানি করতেন। এ ক্ষেত্রে তিনি নিজেই জবাই করতেন। প্রখ্যাত তাবেয়ি নাফে (রহ.) ইবনে ওমর (রা.) থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) ঈদগাহে (কোরবানির পশু) জবাই করতেন ও নাহর (উটের কোরবানি) করতেন। (বুখারি)

লক্ষণীয় যে আরবি পরিভাষা মতে, ‘জবাই’ হয় গরু, মহিষ, ভেড়া, দুম্বা ও ছাগলের ক্ষেত্রে। আর ‘নাহর’ হয় উটের ক্ষেত্রে। কাজেই সামর্থ্য থাকলে অধিকসংখ্যক কোরবানি করা উচিত।

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত