Ajker Patrika

কঠিন চীবর দানে হাজারো পুণ্যার্থী

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ৩৩
কঠিন চীবর দানে হাজারো পুণ্যার্থী

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিহারে কঠিন চীবর দানোৎস উদ্‌যাপিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নানা কর্মসূচি গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলেন পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, চীবর দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানা রকম দান করা হয়।

কঠিন চীবর দান উপলক্ষে হাজারো পুণ্যার্থী ও শত ভিক্ষু বিহারে সমবেত হন। অনুষ্ঠানে ধর্মীয় গুরুরা পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্ম দেশনা দেন। এতে জগতের সব প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নোয়াপাড়া লুরি বৌদ্ধ বিহারে ৬৫ তম কঠিন চীবর দানোৎসব গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান ধর্ম আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. জিনবোধি মহাথের। ধর্মীয় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম।

অনুষ্ঠানে দায়ক-দায়িকারা সাধ্যমতো প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) বৌদ্ধসহ ভান্তেদের দান করেন। সন্ধ্যায় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আকাশপ্রদীপ (ফানুস বাতি) উড়িয়ে দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।

বরকল (রাঙামাটি): রাঙামাটি বরকল উপজেলায় বরকল শাখা (লুদিবাজছড়া) বিহারে দুদিনব্যাপী ১৮ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব গত বৃহস্পতিবার শেষে হয়েছে। এর আগে গত সোমবার আইমাছড়া শাখা বিহারে একদিনের মধ্যে বেইন কাপড় কঠিনে পরিণত করে চীবর তৈরিতে অংশগ্রহণ করেন পুণ্যার্থীরা।

লুদিবাজছড়া বনবিহার অধ্যক্ষ প্রজ্ঞাহিত ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন প্রধান ধর্মালোচক দীঘিনালা বনবিহার অধ্যক্ষ শুভ বর্ধন মহাস্থবির, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের কল্যাণ জ্যোতি মহাস্থবির, লুম্বিনী শাখা বন বিহার অধ্যক্ষ লোকা নন্দ মহাস্থবির, বামে অজ্জ্যাংছড়ি ভাবনা কুটিরের চিরসুখ স্থবির প্রমুখ। বনবিহার পরিচালনা কমিটির পক্ষে স্বাগত বক্তব্য দেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা। এতে উপস্থিত ছিলেন আইমাছড়া শাখা বিহারে অধ্যক্ষ জ্যোতিপাল স্থবির, মাইচছড়ি অর্পনাচরণ বন বিহার অধ্যক্ষ মুক্ত প্রিয় ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুরেশ মোহন চাকমা অন্যান্য।

থানচি (বান্দরবান): বান্দরবানে থানচি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে উপজেলা ৩৭টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও শতাধিক গ্রামে নরনারীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে এ দানোৎসব উদ্‌যাপিত হয়।

উৎসব উদ্‌যাপন কমিটি সভাপতি উ সাঅং প্রু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘে পরিষদে সভাপতি উ ইউসারাদা মহাথের। এ ছাড়া পরিষদের সাধারণ সম্পাদক উ গাইন্দামালা মহাথের, ক্যচুপাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ উ পঞাঞওয়াইনসা থেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত