বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা শক্তিগুলোর মনমাতানো ফুটবল উৎসব। মুগ্ধ করা দক্ষতা আর অপূর্ব ফুটবল শৈলীতে নিজেদের সক্ষমতার কথা জানান দেন ফুটবলাররা। টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স বিশ্লেষণ করে ফুটবলবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেরা আট দলের তালিকা করেছে। সে তালিকায় থাকা দলগুলোর বৈশিষ্ট্য থাকল এখানে।
ব্রাজিল
গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে শেষ মুহূর্তে গোল হজম করে হেরে মাঠ ছাড়ে ব্রাজিল। কিন্তু এটাই যে ব্রাজিলের সক্ষমতা নয় তা প্রমাণ করেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের সাবলীল জয় দিয়ে। ব্রাজিলের ঐতিহ্যবাহী জোগো বোনিতো ফিরে এসেছে। সব মিলিয়ে ব্রাজিলই বিশ্বকাপের সেরা শক্তিশালী দল।
ফ্রান্স
এবারের বিশ্বকাপে কেউই এখনো পর্যন্ত অজেয় থাকেনি। ফ্রান্সও ম্যাচ হেরেছে। তবে অধিকাংশ প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিয়েছে এমবাপ্পে-গ্রিজমানরা। আক্রমণ-রক্ষণ সব দিকেই সমানভাবে সামলাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত যে পারফরম্যান্স, শিরোপার লড়াইয়ে ফ্রান্সকেই দেখছে ফুটবল বিশেষজ্ঞরা।
আর্জেন্টিনা
বিশ্বকাপে ভাঙাচোরা দল নিয়ে এলেও ফেবারিট আর্জেন্টিনা। এবারের দলকে অনেক বিশেষজ্ঞই বলছেন এ দলের সঙ্গে বিশ্বকাপজয়ী ছিয়াশির আর্জেন্টিনার দলটির সাদৃশ্য দেখতে পাচ্ছেন। গ্রুপপর্বে মেক্সিকো ও নকআউট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর আবারও সেরা ও শক্তিশালী দলের তালিকায় উঠে এসেছে আর্জেন্টিনা।
ইংল্যান্ড
নিজেদের উদ্বোধনী ম্যাচে গুঁড়িয়ে দিয়েছিল ইরানকে। সেই ইংলিশদের দেখা পাওয়া গেল আবার দ্বিতীয় রাউন্ডে সেনেগালের বিপক্ষে। দারুণ জয়ে সবাই যেন নড়েচড়ে বসেছে। এবার ইংলিশরাও যে বিশ্বকাপ জিততে পারে তা বিশ্বাস করাচ্ছে তাদের মাঠের খেলাই। তাই তারাই শীর্ষ দলের একজন।
পর্তুগাল
গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজয়ের পর শোরগোল উঠেছিল এই পর্তুগাল বেশি দূর যেতে পারবে না। কিন্তু সুইজারল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করার পর আবারও তাদের ফেবারিট পরিচয়টা জেগে উঠেছে। শিরোপার জন্য এই দল ক্রিস্টিয়ানো রোনালদোকেও বিসর্জন দিতে পারে। তারা তা করেও দেখিয়েছে ইতিমধ্যে।
নেদারল্যান্ডস
টোটাল ফুটবলের প্রবক্তা তারা। কখনোই বিশ্বকাপ না জেতায় তারা ফেবারিটও থাকে না। কিন্তু মাঠের খেলায় নেদারল্যান্ডসের জুরি মেলা ভার। কী আক্রমণভাগ, কী রক্ষণ বা মাঝমাঠ। বিশ্বসেরা খেলোয়াড়দের অভাব নেই। সেটা তারা কাজে প্রমাণ দেখিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। যেকোনো দলকেই বিদায় করতে পারে ডাচরা।
মরক্কো
এবারের বিশ্বকাপের চমক মরক্কো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেনকে হারিয়ে। দলের শক্তির কথা বলতে গেলে যেকোনো দলের চেয়ে তারা অনেক বেশি একতাবদ্ধ। রক্ষণেও দেখিয়েছে চমক। টুর্নামেন্টে এখনো পর্যন্ত তারা গোল হজম করেছে মাত্র একটি। পারফরম্যান্স বলছে, সেরা আটে যেন তাদের থাকারই কথা ছিল।
বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা শক্তিগুলোর মনমাতানো ফুটবল উৎসব। মুগ্ধ করা দক্ষতা আর অপূর্ব ফুটবল শৈলীতে নিজেদের সক্ষমতার কথা জানান দেন ফুটবলাররা। টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স বিশ্লেষণ করে ফুটবলবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেরা আট দলের তালিকা করেছে। সে তালিকায় থাকা দলগুলোর বৈশিষ্ট্য থাকল এখানে।
ব্রাজিল
গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে শেষ মুহূর্তে গোল হজম করে হেরে মাঠ ছাড়ে ব্রাজিল। কিন্তু এটাই যে ব্রাজিলের সক্ষমতা নয় তা প্রমাণ করেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের সাবলীল জয় দিয়ে। ব্রাজিলের ঐতিহ্যবাহী জোগো বোনিতো ফিরে এসেছে। সব মিলিয়ে ব্রাজিলই বিশ্বকাপের সেরা শক্তিশালী দল।
ফ্রান্স
এবারের বিশ্বকাপে কেউই এখনো পর্যন্ত অজেয় থাকেনি। ফ্রান্সও ম্যাচ হেরেছে। তবে অধিকাংশ প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিয়েছে এমবাপ্পে-গ্রিজমানরা। আক্রমণ-রক্ষণ সব দিকেই সমানভাবে সামলাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত যে পারফরম্যান্স, শিরোপার লড়াইয়ে ফ্রান্সকেই দেখছে ফুটবল বিশেষজ্ঞরা।
আর্জেন্টিনা
বিশ্বকাপে ভাঙাচোরা দল নিয়ে এলেও ফেবারিট আর্জেন্টিনা। এবারের দলকে অনেক বিশেষজ্ঞই বলছেন এ দলের সঙ্গে বিশ্বকাপজয়ী ছিয়াশির আর্জেন্টিনার দলটির সাদৃশ্য দেখতে পাচ্ছেন। গ্রুপপর্বে মেক্সিকো ও নকআউট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর আবারও সেরা ও শক্তিশালী দলের তালিকায় উঠে এসেছে আর্জেন্টিনা।
ইংল্যান্ড
নিজেদের উদ্বোধনী ম্যাচে গুঁড়িয়ে দিয়েছিল ইরানকে। সেই ইংলিশদের দেখা পাওয়া গেল আবার দ্বিতীয় রাউন্ডে সেনেগালের বিপক্ষে। দারুণ জয়ে সবাই যেন নড়েচড়ে বসেছে। এবার ইংলিশরাও যে বিশ্বকাপ জিততে পারে তা বিশ্বাস করাচ্ছে তাদের মাঠের খেলাই। তাই তারাই শীর্ষ দলের একজন।
পর্তুগাল
গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজয়ের পর শোরগোল উঠেছিল এই পর্তুগাল বেশি দূর যেতে পারবে না। কিন্তু সুইজারল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করার পর আবারও তাদের ফেবারিট পরিচয়টা জেগে উঠেছে। শিরোপার জন্য এই দল ক্রিস্টিয়ানো রোনালদোকেও বিসর্জন দিতে পারে। তারা তা করেও দেখিয়েছে ইতিমধ্যে।
নেদারল্যান্ডস
টোটাল ফুটবলের প্রবক্তা তারা। কখনোই বিশ্বকাপ না জেতায় তারা ফেবারিটও থাকে না। কিন্তু মাঠের খেলায় নেদারল্যান্ডসের জুরি মেলা ভার। কী আক্রমণভাগ, কী রক্ষণ বা মাঝমাঠ। বিশ্বসেরা খেলোয়াড়দের অভাব নেই। সেটা তারা কাজে প্রমাণ দেখিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। যেকোনো দলকেই বিদায় করতে পারে ডাচরা।
মরক্কো
এবারের বিশ্বকাপের চমক মরক্কো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেনকে হারিয়ে। দলের শক্তির কথা বলতে গেলে যেকোনো দলের চেয়ে তারা অনেক বেশি একতাবদ্ধ। রক্ষণেও দেখিয়েছে চমক। টুর্নামেন্টে এখনো পর্যন্ত তারা গোল হজম করেছে মাত্র একটি। পারফরম্যান্স বলছে, সেরা আটে যেন তাদের থাকারই কথা ছিল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪