Ajker Patrika

নিষিদ্ধ জালে সয়লাভ

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৮: ১৯
নিষিদ্ধ জালে সয়লাভ

বাউফল উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালে সয়লাভ হয়ে গেছে। হুমকিতে পড়েছে বিভিন্ন প্রজাতির দেশি মাছ। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় উপজেলায় ক্রমশ বাড়ছে চায়না জালের ব্যবহার।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চীনে এই জাল বিভিন্ন জলাশয়ের পোকামাকড় মারার জন্য ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশে এই জাল দিয়ে মাছ ধরা হয়। জালটি ১ থেকে দেড় ফুট প্রস্থ ও ৪০ থেকে ৫০ ফুট দীর্ঘ ক্ষুদ্র ফাঁসবিশিষ্ট। লোহার রিং দিয়ে ঢোলক আকৃতি ও মাঝেমধ্যে চতুর্ভুজ আকারের লোহা দিয়ে তৈরি এই চায়না জাল। প্রতিটি জালে ৪০ থেকে ৫০টি করে খোপ আছে। জালটি এমনভাবে তৈরি করা ও ফাঁস এতটাই সূক্ষ্ম যে শুধু মাছই না রেণু পোনা পর্যন্ত ঢুকলেও বের হতে পারে না। খুব কম শ্রমে বেশি মাছ শিকার হওয়ায় চায়না দুয়ারীর প্রতি ঝোঁক লক্ষ্য করার মতো।

সরেজমিনে দেখা গেছে, নদীর তীর ঘেঁষে, কোলা-বিলে, ডোবায় চায়না দুয়ারী জালের ব্যবহার। জালে ধরা পড়ছে ছোট বড় সব ধরনের মাছ। যার মধ্যে দেশি প্রজাতির মাছ বেশি।

তেঁতুলিয়া নদীর বিভিন্ন শাখা, খাল ও ছোট নদীতে জাল দিয়ে মাছ শিকার করেন উপজেলার শৌলা গ্রামের জেলে মুজিবর মুন্সি। তিনি বলেন, ‘কোলা বিলে ও খেতে যেভাবে চায়না দুয়ারী জালের ব্যবহার বাড়ছে তাতে করে কয়েক বছরের মধ্যে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে। খুব দ্রুত এই জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে বাদশা মাঝি বলেন, ‘চায়না দুয়ারী জাল কখনো প্রকৃত জেলেরা ব্যবহার করেন না। এক একটি জালের দাম ৮ থেকে ১০ হাজার টাকা। অধিকাংশ জেলে দরিদ্র হওয়ায় তাদের পক্ষে এত টাকা দিয়ে চায়না জাল কেনা সম্ভব না। এই ধরনের জাল ব্যবহার করেন স্থানীয় কিছু লোক।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবল আলম তালুকদার বলেন, শুধু প্রজনন না কোনো সময়ই এই ধরনের অবৈধ জাল ব্যবহার করা যাবে না। এটা একেবারেই নিষিদ্ধ। যদি এ ধরনের ঝাল কারও কাছে পাওয়া যায় তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্যা এমদাদ উল্লাহ্ বলেন, ‘এই জালটির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। প্রয়োজনে আরও জোরদার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত