Ajker Patrika

তুহিনকে শোকজ করবে যুব মহিলা লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৬
তুহিনকে শোকজ করবে যুব মহিলা লীগ

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হচ্ছে। আজ শনিবার আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শেষে তুহিনকে এ নোটিশ পাঠানো হবে। তবে তুহিনের দাবি, সেদিন তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। যুব মহিলা লীগের সম্মেলন সামনে রেখে ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে এসব করা হচ্ছে।

তবে কেন্দ্রীয় কয়েকজন নেত্রী জানান, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় কমিটির পর অন্যান্য ইউনিট শ্রদ্ধা নিবেদন করে। ওই দিন কেন্দ্রীয় কমিটির আগেই ঢাকা উত্তরের ব্যানার নিয়ে তুহিন ফুল দিতে যান। বারবার বলার পরও তিনি সরেননি। বরং কেন্দ্রীয় নেত্রীদের ওপর হামলা চালান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজকের শোভাযাত্রা সম্পর্কিত বৈঠকে ওই দিনের ঘটনা নিয়ে আলোচনা হয়। সেদিন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগের নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিষয়টি অবগত করেন। পরে নেতারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ ব্যাপারে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো প্রস্তাব করিনি। সেদিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত