Ajker Patrika

তরুণ উদ্যোক্তা মেহেদী

জসিম উদ্দিন, নীলফামারী
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯: ৩৮
তরুণ উদ্যোক্তা মেহেদী

পরিবারের বড় সন্তান মেহেদী হাসান রুবেল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাট চুকানোর পর অন্য কিছু ভাবার খুব একটা সুযোগ ছিল না। দ্রুত ঢুকে পড়েন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিতে। তবে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কখনোই তাঁর পিছু ছাড়েনি। তাই তো একসময় উচ্চ বেতনের চাকরি ছেড়ে গ্রামে চলে আসেন। প্রথমে চেষ্টা করেন সাপের খামার দেওয়ার, কিন্তু পারেননি। এরপর সিদ্ধান্ত নেন মুরগির খামার করবেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। শ্রম আর মেধা দিয়ে গড়ে তুলেছেন খামারটি।

মেহেদীর বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে। সেখানেই পৈতৃক ৪৫ শতাংশ জমির ওপর গড়ে তুলেছেন তিনি ‘বায়োটেক ফার্মল্যান্ড’ নামের একটি আধুনিক মুরগির খামার। এই খামারের যাত্রা শুরু হয়েছিল ২০০ মুরগি নিয়ে। এখন এখানে আছে হাইলাইন ব্রাউন জাতের ২ হাজার ২০০ মুরগি।

সম্প্রতি ‘বায়োটেক ফার্মল্যান্ড’ খামারে গিয়ে কথা হয় মেহেদীর সঙ্গে। এ সময় তিনি জানান, চাকরি ছেড়ে গ্রামে ফিরে তিনি সাপের খামার করতে চেয়েছিলেন। এ জন্য ২০১৬ সালে পাশের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি কেনার চেষ্টা করেন। কিন্তু দালালের খপ্পরে পড়ে জমি তো কিনতেই পারেননি, সঙ্গে হারিয়েছেন জমি কেনার ৯ লাখ টাকা। শুরুতে এত বড় ধাক্কা খেলেও দমে যাননি মেহেদী। পরে মুরগির খামার দেওয়ার সিদ্ধান্ত নেন। বাবা ও বন্ধুদের কাছ থেকে ধারদেনা করে নিজ গ্রাম ডিমলার রামডাঙ্গায় ২০১৮ সালের জানুয়ারিতে পৈতৃক জমির ওপর গড়ে তোলেন খামার। প্রথমে স্বল্প পরিসরে মাত্র ২০০ মুরগি দিয়ে শুরু। এরপর ধীরে ধীরে খামার বড় হতে থাকে। এই খামারে তাঁর প্রাথমিক লগ্নি ছিল ২০ লাখ টাকা। এখন সেই খামারই তাঁকে মাসে লাখ টাকার মতো মুনাফা দিচ্ছে। খামারটিকে আরও বড় করার স্বপ্ন এখন মেহেদীর চোখে।

মুরগির খামারে কেন আগ্রহ জাগল—জানতে চাইলে মেহেদীর জবাব, ‘ইন্টারনেট ও পত্রিকায় ছাপানো বিভিন্ন খামারের সফলতার গল্প পড়েই মূলত উদ্বুদ্ধ হয়েছি। খামার শুরুর পাঁচ মাস পর থেকে মুরগি ডিম দিতে শুরু করে। সেই থেকে প্রতিদিন গড়ে ২ হাজার মুরগি ডিম দেয়। জেলা-উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ডিম কেনেন।’ তবে করোনাকালে সরকারের প্রণোদনা পেলেও ব্যাংকঋণ বা অন্য কোনো সহযোগিতা না পাওয়ায় কিছুটা আক্ষেপ রয়েছে মেহেদীর।

তবে মেহেদীর এই খামারের যাত্রা এখনো নিষ্কণ্টক নয়। কয়েকজন প্রতিবেশী অভিযোগ করেছেন, মুরগির খামারের দুর্গন্ধে টেকা দায়। তাঁরা বিভিন্ন দপ্তরে অভিযোগও করেছেন। তবে ডিমলা থানার উপপরিদর্শক আবু তারেক দিপু বলেন, ‘বায়োটেক ফার্মল্যান্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে এর সত্যতা পাইনি। ফার্মটি অনেক আধুনিক মানের ও পরিচ্ছন্ন। পরিবেশ রক্ষায় সমস্ত নিয়মনীতি মেনে ফার্মটি কাজ করছে।’

ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল হাসান বলেন, ‘মেহেদী একজন সফল খামারি। আমরা তাঁর খামার পরিদর্শন করে তাঁকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত