Ajker Patrika

টঙ্গিবাড়ীতে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০: ০৭
টঙ্গিবাড়ীতে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার কাইচাইল গ্রামের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, আউটশাহী ইউনিয়নের কাইচাইল গ্রামের শাহজাহান বেপারীর ছেলে সাহারিয়ার রাতুলের সঙ্গে একই গ্রামের আবু সাইদ শেখের মেয়ে সানজিদা বেগমের (২০) সাত মাস আগে বিয়ে হয়। গত রোববার রাতে স্বামী রাতুলের সঙ্গে একই বিছানায় ঘুমিয়েছিলেন সানজিদা। সোমবার সকালে সানজিদাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বামী সাহারিয়া রাতুল ও তাঁর মা ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে খাটের ওপর রেখে এলাকাবাসীকে খবর দেন।

নিহতের মা সাহিদা বেগম বলেন, ‘আমি মেয়ের লাশ ওর বাবার কথা মতো ফ্রিজ গাড়িতে রেখে দিয়েছি। তিনি মালয়েশিয়া থেকে আসার পর সিদ্ধান্ত নিবেন লাশ কী করব।’

টঙ্গিবাড়ী থানা ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত