Ajker Patrika

যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৬: ১৯
যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার জমি দখলের অভিযোগ উঠেছে দুই যুবলীগ নেতার বিরুদ্ধে। কালিকাপ্রসাদ এলাকার মোনতাজ মিয়ার বাড়ির মাঠে গত শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন পাদুকা শিল্প বহুমুখী উন্নয়ন সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও সহসভাপতি আজিম উদ্দিন বলেন, পাদুকা শিল্পের শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থে ১৯৮৫ সালে ১.৬ একর জমি কেনা হয়। গত ২০১৬ সালে একটি চক্র ক্ষুদ্র পাদুকা শিল্প উন্নয়ন ব্যবসায়ী সমবায় সমিতি নামে ভিত্তিহীন একটি সংগঠন করে। সেই সংগঠনের সভাপতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম অলি। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তাঁদের নেতৃত্বে পাদুকা শিল্প বহুমুখী উন্নয়ন সমিতির কেনা জমি জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে তাঁরা অবকাঠামো নির্মাণ করছেন। তাঁরা পাদুকা সমিতির সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছেন ও ভয়ভীতি দেখাচ্ছেন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউল ইসলাম অলি বলেন, ‘আমি কাউকে হুমকি দিইনি বা ভয়ভীতি দেখাইনি। আর আদালতের নির্দেশনা পেয়ে আমি স্থাপনার কাজ বন্ধ রেখেছি।’

ভৈরব থানার উপপরিদর্শক আবদুস সালাম বলেন, উভয় পক্ষকে ডেকে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য বলেছি। তারপরও শুনলাম শনিবার একপক্ষ অফিস করার জন্য একটি স্থাপনা তৈরি করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত