Ajker Patrika

জ্যাকসনের বায়োপিক মুক্তি পাবে আগামী বছর

জ্যাকসনের বায়োপিক মুক্তি পাবে আগামী বছর

বিশ্ববাসীর কাছে মাইকেল জ্যাকসন পরিচিত ‘কিং অব পপ’ নামে। উপস্থাপনায় ভিন্নতা, গানের সঙ্গে মনোমুগ্ধকর পারফরম্যান্স, ব্যক্তিগত আদর্শ, আলোচিত-সমালোচিত নানা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তৈরি করেছিলেন মাইকেল জ্যাকসন। বিংশ শতাব্দীর সংগীতজগতের অন্যতম এই কিংবদন্তির জীবনপ্রদীপ নিভে যায় মাত্র ৫০ বছর বয়সে। মৃত্যুর দেড় দশক পরেও তাঁর নাম উচ্চারিত হয় সমান গুরুত্বের সঙ্গে।

মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি হবে, এ খবর জানা গিয়েছিল আগেই। গতকাল ঘোষিত হলো ‘জ্যাকসন’ নামের এ সিনেমার মুক্তির দিনক্ষণ। হলিউড রিপোর্টার জানিয়েছে, ২০২৫ সালের ১৮ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘জ্যাকসন’। পরিচালনায় রয়েছেন অ্যান্টোইন ফুকুয়া। এতে মাইকেলের চরিত্রে অভিনয় করবেন গায়কের ভাতিজা জাফর জ্যাকসন। বিশ্বজুড়ে সিনেমাটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে ইউনিভার্সাল পিকচার্স।

এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল কুইন ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারির বায়োপিক ‘বোহিমিয়ান র‍্যাপসডি’। আলোচিত এ সিনেমার প্রযোজক ছিলেন গ্রাহাম কিং। তিনি ‘জ্যাকসন’ সিনেমারও অন্যতম প্রযোজক। চিত্রনাট্য লিখেছেন ‘গ্ল্যাডিয়েটর’ ও ‘দ্য অ্যাভিয়েটর’সহ অনেক সিনেমার চিত্রনাট্যকার জন লোগান। ২২ জানুয়ারি থেকে শুরু হবে জ্যাকসনের শুটিং।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি মাইকেলের শৈল্পিক বিপ্লবের একটি জীবন্ত প্রতিচ্ছবি। শ্রোতাদের কাছে তিনি কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে আসবে সিনেমায়। তাঁর মানবিক দিক, ব্যক্তিগত সংগ্রাম থেকে শুরু করে তাঁর অনস্বীকার্য সৃজনশীল প্রতিভা—সবই চিত্রায়িত হবে। এ ছাড়া জ্যাকসনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব বিতর্ক উঠেছিল, সেসব দিকেও আলো ফেলবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত