Ajker Patrika

দুই ইউপিতে হামলা চার জায়গায় প্রচার কার্যালয় ভাঙচুর

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০: ১৮
দুই ইউপিতে হামলা চার জায়গায় প্রচার কার্যালয় ভাঙচুর

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই সহিংসতার ঘটনা ঘটছে। গত সোমবার রাতে নেত্রকোনার কলমাকান্দা, ফরিদপুরের ভাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। দুই জায়গায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। এ ছাড়া আরও অন্তত চার জায়গায় প্রার্থীদের প্রচার কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নগরকান্দায় হামলায় আহত ১৫
নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নে হামলায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১৫ কর্মী-সমর্থক আহত হয়েছেন। গত সোমবার রাতে লেঙ্গুরা বাজারে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান ভূঁইয়া জেলা যুবদলের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান। তিনি অভিযোগ করেন, সোমবার রাত ৯টার দিকে তাঁর সমর্থকেরা লেঙ্গুরা বাজার এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম গোলাপের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। ভাঙচুর করেন তিনটি মোটরসাইকেল।

এতে আহত হন ১৫ জন।

তবে রফিকুল ইসলাম বলেন, ‘আমার কোনো কর্মী-সমর্থক কারও ওপর হামলা চালায়নি।’

ভাঙ্গায় আহত ৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক মোল্লার (আনারস প্রতীক) নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। খালেক মোল্লা জানান, গত সোমবার রাত ৮টার দিকে চান্দ্রা বাজার ক্যাম্পে তাঁর কর্মী-সমর্থকেরা বসে নির্বাচনী কাজ করছিলেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী রুপাই মাতুব্বরের নেতৃত্বে ৩০-৪০ জন হামলা চালান। টেবিল ভাঙচুর করেন ও ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁর তিন কর্মী আহত হন।

রুপাই মাতুব্বর বলেন, ‘আমি ও আমার লোকজন খালেক মোল্লার ক্যাম্পে কোনো হামলা করিনি।’

চার জায়গায় নির্বাচনী অফিস ভাঙচুর
সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরোর নির্বাচনী অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ৪-৫টি ককটেলের বিস্ফোরণ হয়। রফিকুলের অভিযোগ, সোমবার রাতে ৮ নম্বর ওয়ার্ডে তাঁর নির্বাচনী অফিসে হামলা চালান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোন্জেল হকের (ঘোড়া) লোকজন। তবে সাগর জানান, তাঁর লোকজন এ ঘটনায় জড়িত নন।

লক্ষ্মীপুরের রামগঞ্জের চণ্ডীপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শামছুল ইসলাম সুমনের (মোটরসাইকেল প্রতীক) দুটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার রাতে। চণ্ডীপুর বাজার ও পদ্মা বাজার নির্বাচনী অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে রাতে তাঁর কর্মী-সমর্থকেরা বিক্ষোভ করেন।

বগুড়ার ধুনট উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে ভান্ডারবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতিকুল করিম আপেল (আনারস প্রতীক) অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে নির্বাচনী বৈঠকখানা। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে নৌকার প্রার্থীর সমর্থকেরা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং হুমকি দিয়েছেন।

এ ছাড়া ধুনটের গোপালনগর ইউনিয়নের মহিশুরা ও কালিতলা বাজারে নৌকার প্রার্থীর তোরণে আগুন ও নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। নৌকার প্রার্থী শাহ আলমের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থকেরা এ কাজ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত