Ajker Patrika

পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়গুলো একাধিকবার পড়তে হবে

শামীমা ইয়াসমিন
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১: ৫৭
পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়গুলো একাধিকবার পড়তে হবে

প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রস্তুতি নিয়ে আমার কিছু পরামর্শ:

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা,

শুভেচ্ছা নিয়ো। আশা করি, তোমরা সব প্রতিকূলতা অতিক্রম করে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করে যাচ্ছ। তোমাদের সুন্দর ভবিষ্যৎ সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের পিতা-মাতা, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা সবাই সচেষ্ট।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করে দিয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ইতিমধ্যেই কলেজগুলো পাঠদানও সম্পন্ন করেছে। সেই সঙ্গে তোমরাও নিশ্চয়ই সিলেবাসের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজেদের আয়ত্তে আনতে পেরেছ। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমার পরামর্শ হলো পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা না করে সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত অধ্যায়গুলো (প্রথম অধ্যায়: পৌরনীতি ও নাগরিকতা, চতুর্থ অধ্যায়: রাষ্ট্র ও সরকারব্যবস্থা, ষষ্ঠ অধ্যায়: বাংলাদেশের সরকারব্যবস্থা, সপ্তম অধ্যায়: গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন, দশম অধ্যায়: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক চেতনা) খুব ভালো করে মনোযোগ দিয়ে দুই থেকে তিনবার পড়ে যাবে। অধ্যায়গুলো সম্পূর্ণ পড়তে হবে।

আর কিছুদিন পরেই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসতে হবে। অতএব সিলেবাসে অন্তর্ভুক্ত কোনো তথ্য বাদ না দিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে পড়াই উত্তম। এতে করে এইচএসসিতে ভালো ফলাফলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতা অর্জনও সহজ হবে।

তোমাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত