Ajker Patrika

চাঁদাবাজির কোনো সুযোগ নেই: প্রতিমন্ত্রী এনামুর

প্রতিনিধি, সাভার
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৫
চাঁদাবাজির কোনো সুযোগ নেই: প্রতিমন্ত্রী এনামুর

সাভারে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সাংসদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল বুধবার দুপুরে ডিইপিজেড সংলগ্ন লাসানিয়া কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা–কর্মীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য বলেছেন। নিজের আয় দিয়ে রাজনীতি করলে আওয়ামী লীগ আরও বেগবান হবে। এলাকায় চাঁদাবাজির কোনো সুযোগ নেই।’ সাভারের শিল্পপ্রতিষ্ঠানে যেন কোনো প্রকার চাঁদাবাজি না হয়, সেদিকে নেতা–কর্মীদের খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।

ডা. এনামুর রহমান বলেন, ‘সাভার অনেক উন্নত হচ্ছে। সাভারে প্রতিদিনই নতুন নতুন কিছু প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে। বিনিয়োগ বান্ধব এলাকা বলেই এসব সম্ভব হচ্ছে। আর এ কারণেই এখানে শিল্প বাণিজ্যের প্রসার হয়েছে।’

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘সাভারের রাজনৈতিক নেতা–কর্মীরা এলাকার পরিবেশ সুন্দর রেখেছেন। সারা দেশ থেকে এসে মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এ ছাড়া অনেক বিদেশিরাও এখানে এসে কাজ করছেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাসানিয়া রেস্টুরেন্টের মালিক আমানউল্লাহ আমান, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত