Ajker Patrika

ক্ষোভের মুখে চোরাই সার জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৬: ১২
ক্ষোভের মুখে চোরাই সার জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার

এলাকাবাসীর ক্ষোভের মুখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চোরাই সাড়ে ৪০০ বস্তা সার উদ্ধারের পর তা জব্দ এবং প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় পুলিশ সুমন ইসলাম (৩৫) নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে এলাকার কৃষকসহ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ব্যাপারীপাড়ায় মেসার্স জুঁই ট্রেডার্স দোকানের মালিক সুমন ইসলাম সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন চোরাই রাসায়নিক সারসহ বিপুল পরিমাণ সিমেন্ট, রড এবং এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রেখে ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গত মঙ্গলবার উপজেলা কৃষি বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে সার ব্যবসা করার লাইসেন্স এবং সার প্রাপ্তির বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয় সুমন ইসলাম। এ কারণে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায় ব্যবসায়ী সুমন ইসলামের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইনে অভিযোগ গঠন করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের জেল ঘোষণা করেন। কিন্তু প্রশাসন সাড়ে ৪০০ বস্তা চোরাই ইউরিয়া সার জব্দ না করে ছেড়ে দেয় তাঁকে। এতে ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী। ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর চলতে থাকে বিক্ষোভ।

এ ঘটনায় এক দিন ধরে নানা নাটকীয়তা চলে। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় কৃষি বিভাগের কর্মকর্তাসহ গত বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করেন। তিনি চোরাই সার ব্যবসায়ী কর্তৃক পাচার করে দেওয়া ৪১৬ বস্তা ইউরিয়া, পটাশ এবং ফসফেট উদ্ধার ও জব্দ করেন এবং প্রশাসনের হেফাজতে নিয়ে আসেন।

এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সুমন ইসলামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে সুমনকে বগুড়া আদালতের মাধ্যেম কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত