সকালে ঘুম থেকে উঠে প্রথম যে উপকরণটি হাতে নিই, সেটি টুথব্রাশ। অধিকাংশ টুথব্রাশের হ্যান্ডেল প্লাস্টিকের এবং ব্রিসলস নাইলন দিয়ে তৈরি। এসব উপকরণ পরিবেশবান্ধব নয়। এর পরিবেশবান্ধব বিকল্প নিয়ে কখনো ভেবেছেন কি?
‘আরুণিকার’ কর্ণধার অরুণিতা ঘোষাল মূলত কাঠের গয়নার নকশা করেন। সম্প্রতি তিনি নিয়ে এসেছেন বাঁশের তৈরি পরিবেশবান্ধব টুথব্রাশ। এর ব্রিসলস বাঁশ প্রক্রিয়াজাত করে তৈরি করা একধরনের আঁশ দিয়ে তৈরি। এই পুরো ব্রাশটিই প্রাকৃতিকভাবে ক্ষয় হয়ে যায়।
মূলত পরিবেশবান্ধব চিন্তা থেকেই এই বাঁশের ব্রাশ তৈরির কথা ভেবেছেন অরুণিতা। তিনি বলেন, ‘বাঁশ বা কাঠের ব্রাশ প্রথম ব্যবহার করতে দেখি আমার ভাইকে। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি আমাকে জানান, সেখানে কিছু স্থানীয় কারিগর পরিবেশবান্ধব পণ্য তৈরি করেন ও স্থানীয় লোকজনের কাছে সেগুলো বিক্রি করেন। ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তখন থেকেই চিন্তা করতে থাকি—কীভাবে এই ব্রাশগুলো দেশে তৈরি করা যায়।’
টুথব্রাশ এমন একটা ব্যবহার্য উপকরণ, যা আমরা দুই বা তিন মাস পরপর বদলাই। ফলে প্রতিবার নতুন ব্রাশ কেনার পর পুরোনো ব্রাশটি আবর্জনা হিসেবে থেকে যায়। আর প্রতিদিন ব্যবহার করা টুথব্রাশগুলো এমন উপাদানে তৈরি, যা মাটিতে মেশে না; বরং পরিবেশ দূষণ করে। এই দূষণ সৃষ্টিকারী উপকরণগুলোর জায়গায় প্রাকৃতিকভাবে ক্ষয়ে যাওয়ার মতো উপাদান ব্যবহার করা যায় কি না, সে চিন্তাও ছিল—যোগ করেন অরুণিতা ঘোষাল।
২০২০ সালে একটি উৎসব সামনে রেখে অরুণিতা বাঁশের তৈরি এই ব্রাশগুলো প্রথম তৈরি করান। একদম ঝোঁকের বশে, ঝুঁকি নিয়ে এক হাজার পিস বাঁশের ব্রাশ বানিয়ে নেন এক কারিগরকে দিয়ে। অরুণিতা বলেন, ‘আমি যখন কারিগরকে ব্রাশ তৈরির জন্য স্যাম্পল দেখাই, তিনি একটু সময় নিয়েই আমাকে প্রথম স্যাম্পল ব্রাশটি তৈরি করে দেখান।
পুরোপুরি আমার দেওয়া স্যাম্পলের মতো না হলেও, আমাদের দেশীয় উপকরণ দিয়ে যতটা সুন্দর করা সম্ভব, ততটাই সুন্দর করে তিনি তৈরি করে দিয়েছিলেন। আমি নিজেও ব্যবহার করে দেখেছি যে আসলে এই ব্রাশ রোজকার ব্যবহারের জন্য উপযুক্ত কি না।’
লকডাউনের কারণে প্রকল্পটি একসময় বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি আবার সেগুলো তৈরি করেছে আরুণিকা। এসব ব্রাশের প্রতি মানুষের আগ্রহ তৈরির জন্য সেগুলোর ওপর রং দিয়ে নকশা করা হয়েছে। অরুণিতা বলেন, ‘আমি কিছু জায়গায় দেখেছি, অনেকে এ ধরনের পণ্য আমদানি করছে বাইরে থেকে। কিন্তু আমি চেয়েছি দেশীয় উপকরণ দিয়েই তৈরি করে নিতে।’
দরদাম
ডিজাইনভেদে বাঁশের এসব ব্রাশের দাম ২২০ থেকে ২৫০ টাকা। অরুণিতা ঘোষাল জানান, খুব মিনিমাল ডিজাইনের কিছু ব্রাশ পরে আনা হবে, যেগুলোর দাম ১৫০ থেকে ২০০ টাকার মধ্য়ে রাখার চেষ্টা থাকবে। ২০১৪ সালে ফেসবুক অনলাইন শপ নিয়ে কাজ শুরু করে আরুণিকা। প্রতিষ্ঠানটির জনপ্রিয় পণ্য কাঠের লুডু, গয়না ইত্যাদি সবকিছুই পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি, যার ৯৫ থেকে ৯৭ শতাংশ পণ্য বায়োডিগ্রেডেবল।
সকালে ঘুম থেকে উঠে প্রথম যে উপকরণটি হাতে নিই, সেটি টুথব্রাশ। অধিকাংশ টুথব্রাশের হ্যান্ডেল প্লাস্টিকের এবং ব্রিসলস নাইলন দিয়ে তৈরি। এসব উপকরণ পরিবেশবান্ধব নয়। এর পরিবেশবান্ধব বিকল্প নিয়ে কখনো ভেবেছেন কি?
‘আরুণিকার’ কর্ণধার অরুণিতা ঘোষাল মূলত কাঠের গয়নার নকশা করেন। সম্প্রতি তিনি নিয়ে এসেছেন বাঁশের তৈরি পরিবেশবান্ধব টুথব্রাশ। এর ব্রিসলস বাঁশ প্রক্রিয়াজাত করে তৈরি করা একধরনের আঁশ দিয়ে তৈরি। এই পুরো ব্রাশটিই প্রাকৃতিকভাবে ক্ষয় হয়ে যায়।
মূলত পরিবেশবান্ধব চিন্তা থেকেই এই বাঁশের ব্রাশ তৈরির কথা ভেবেছেন অরুণিতা। তিনি বলেন, ‘বাঁশ বা কাঠের ব্রাশ প্রথম ব্যবহার করতে দেখি আমার ভাইকে। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি আমাকে জানান, সেখানে কিছু স্থানীয় কারিগর পরিবেশবান্ধব পণ্য তৈরি করেন ও স্থানীয় লোকজনের কাছে সেগুলো বিক্রি করেন। ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তখন থেকেই চিন্তা করতে থাকি—কীভাবে এই ব্রাশগুলো দেশে তৈরি করা যায়।’
টুথব্রাশ এমন একটা ব্যবহার্য উপকরণ, যা আমরা দুই বা তিন মাস পরপর বদলাই। ফলে প্রতিবার নতুন ব্রাশ কেনার পর পুরোনো ব্রাশটি আবর্জনা হিসেবে থেকে যায়। আর প্রতিদিন ব্যবহার করা টুথব্রাশগুলো এমন উপাদানে তৈরি, যা মাটিতে মেশে না; বরং পরিবেশ দূষণ করে। এই দূষণ সৃষ্টিকারী উপকরণগুলোর জায়গায় প্রাকৃতিকভাবে ক্ষয়ে যাওয়ার মতো উপাদান ব্যবহার করা যায় কি না, সে চিন্তাও ছিল—যোগ করেন অরুণিতা ঘোষাল।
২০২০ সালে একটি উৎসব সামনে রেখে অরুণিতা বাঁশের তৈরি এই ব্রাশগুলো প্রথম তৈরি করান। একদম ঝোঁকের বশে, ঝুঁকি নিয়ে এক হাজার পিস বাঁশের ব্রাশ বানিয়ে নেন এক কারিগরকে দিয়ে। অরুণিতা বলেন, ‘আমি যখন কারিগরকে ব্রাশ তৈরির জন্য স্যাম্পল দেখাই, তিনি একটু সময় নিয়েই আমাকে প্রথম স্যাম্পল ব্রাশটি তৈরি করে দেখান।
পুরোপুরি আমার দেওয়া স্যাম্পলের মতো না হলেও, আমাদের দেশীয় উপকরণ দিয়ে যতটা সুন্দর করা সম্ভব, ততটাই সুন্দর করে তিনি তৈরি করে দিয়েছিলেন। আমি নিজেও ব্যবহার করে দেখেছি যে আসলে এই ব্রাশ রোজকার ব্যবহারের জন্য উপযুক্ত কি না।’
লকডাউনের কারণে প্রকল্পটি একসময় বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি আবার সেগুলো তৈরি করেছে আরুণিকা। এসব ব্রাশের প্রতি মানুষের আগ্রহ তৈরির জন্য সেগুলোর ওপর রং দিয়ে নকশা করা হয়েছে। অরুণিতা বলেন, ‘আমি কিছু জায়গায় দেখেছি, অনেকে এ ধরনের পণ্য আমদানি করছে বাইরে থেকে। কিন্তু আমি চেয়েছি দেশীয় উপকরণ দিয়েই তৈরি করে নিতে।’
দরদাম
ডিজাইনভেদে বাঁশের এসব ব্রাশের দাম ২২০ থেকে ২৫০ টাকা। অরুণিতা ঘোষাল জানান, খুব মিনিমাল ডিজাইনের কিছু ব্রাশ পরে আনা হবে, যেগুলোর দাম ১৫০ থেকে ২০০ টাকার মধ্য়ে রাখার চেষ্টা থাকবে। ২০১৪ সালে ফেসবুক অনলাইন শপ নিয়ে কাজ শুরু করে আরুণিকা। প্রতিষ্ঠানটির জনপ্রিয় পণ্য কাঠের লুডু, গয়না ইত্যাদি সবকিছুই পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি, যার ৯৫ থেকে ৯৭ শতাংশ পণ্য বায়োডিগ্রেডেবল।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫