ফেনী প্রতিনিধি
মাছের খাবার, ওষুধ, লবণ, চুনসহ চাষের প্রয়োজনীয় সব উপকরণের দাম কয়েক ধাপে বেড়েছে। কিন্তু মাছের বিক্রয়মূল্য না বাড়ার কারণে ফেনীর মৎস্য চাষিদের লোকসান গুনতে হচ্ছে।
ফেনী জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলায় মৎস্যচাষির সংখ্যা প্রায় ১৫ হাজার। বছরে ফেনীতে ৩৪ হাজার টনের বেশি মাছ চাষ হয়। এতে খাদ্যের প্রয়োজন হয় প্রায় ৫০ হাজার টন।
এলাকার একাধিক মৎস্যচাষি জানান, গত দুই মাসে তিন দফায় মাছের খাদ্যের দাম কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে। মাছ চাষের অন্যান্য উপকরণের দামও বেড়ে যাওয়ায় এখন খরচ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু সে অনুযায়ী বাজারে মাছের দাম বাড়েনি।
মৎস্য চাষি মিজানুর রহমান বলেন, ছয় একর পুকুরে মাছ চাষ করেন তিনি। করোনা শুরুর আগেও মাছ চাষ করে লাভবান ছিলেন। কিন্তু বর্তমানে খাদ্যসহ সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে।
মমতা এগ্রো অ্যান্ড হ্যাচারির মালিক আবদুল্লাহ জানান, গত বছর থেকে মাছের মড়ক দেখা দিয়েছে। এ ব্যবসায় আবহাওয়ার এমন বিরূপ আচরণ বড় সমস্যা তৈরি করছে।
মৎস্যচাষি পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন সাজেল জানান, তাঁর প্রায় ৬৮টি পুকুর এবং দিঘি রয়েছে। তিনি মৎস্য চাষে একবার জেলার শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছরে তিনি প্রায় ৩ কোটি টাকা লোকসান গুনেছেন। তাঁর দাবি, মাছ চাষ কৃষির অন্তর্ভুক্ত হলেও পুকুর সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ বিল দিতে হয় বাণিজ্যিক হারে। একই সঙ্গে মাছের খাবারসহ প্রয়োজনীয় সব উপকরণের দাম বেড়েছে। তাতে মাছ বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে।
নিজাম উদ্দিন সাজেল আরও বলেন, কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে করোনাকালীন প্রণোদনাসহ নিয়মিত প্রণোদনা এলেও সেগুলো খামারি পর্যন্ত পৌঁছায় না।
স্থানীয় মাছের খাবার ব্যবসায়ী দাউদ পোলট্রি ফিডের স্বত্বাধিকারী নাজমুল করিম আলমগীর বলেন, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় মালামালের মূল্য বেড়েছে। এতে তাঁদের কিছু করার নেই।
নাহিদ পোলট্রির সত্ত্বাধিকারী জানায়, প্রতিটি কোম্পানি তাদের খাবারের দাম বাড়িয়েছে। তারা বলছে, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা সঠিকভাবে দেখভাল করলে হয়তো এমনটি হতো না।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ‘ধাপে ধাপে মাছের খাবারের দাম বাড়লেও দীর্ঘ ১০ বছরেও মাছের দাম বাড়েনি। তবে মৎস্য অধিদপ্তর আয়োজিত বিভিন্ন সভা-সেমিনারে খাবারের দাম কমানো ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। আশা করছি, সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।’
মাছের খাবার, ওষুধ, লবণ, চুনসহ চাষের প্রয়োজনীয় সব উপকরণের দাম কয়েক ধাপে বেড়েছে। কিন্তু মাছের বিক্রয়মূল্য না বাড়ার কারণে ফেনীর মৎস্য চাষিদের লোকসান গুনতে হচ্ছে।
ফেনী জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলায় মৎস্যচাষির সংখ্যা প্রায় ১৫ হাজার। বছরে ফেনীতে ৩৪ হাজার টনের বেশি মাছ চাষ হয়। এতে খাদ্যের প্রয়োজন হয় প্রায় ৫০ হাজার টন।
এলাকার একাধিক মৎস্যচাষি জানান, গত দুই মাসে তিন দফায় মাছের খাদ্যের দাম কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে। মাছ চাষের অন্যান্য উপকরণের দামও বেড়ে যাওয়ায় এখন খরচ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু সে অনুযায়ী বাজারে মাছের দাম বাড়েনি।
মৎস্য চাষি মিজানুর রহমান বলেন, ছয় একর পুকুরে মাছ চাষ করেন তিনি। করোনা শুরুর আগেও মাছ চাষ করে লাভবান ছিলেন। কিন্তু বর্তমানে খাদ্যসহ সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে।
মমতা এগ্রো অ্যান্ড হ্যাচারির মালিক আবদুল্লাহ জানান, গত বছর থেকে মাছের মড়ক দেখা দিয়েছে। এ ব্যবসায় আবহাওয়ার এমন বিরূপ আচরণ বড় সমস্যা তৈরি করছে।
মৎস্যচাষি পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন সাজেল জানান, তাঁর প্রায় ৬৮টি পুকুর এবং দিঘি রয়েছে। তিনি মৎস্য চাষে একবার জেলার শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছরে তিনি প্রায় ৩ কোটি টাকা লোকসান গুনেছেন। তাঁর দাবি, মাছ চাষ কৃষির অন্তর্ভুক্ত হলেও পুকুর সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ বিল দিতে হয় বাণিজ্যিক হারে। একই সঙ্গে মাছের খাবারসহ প্রয়োজনীয় সব উপকরণের দাম বেড়েছে। তাতে মাছ বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে।
নিজাম উদ্দিন সাজেল আরও বলেন, কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে করোনাকালীন প্রণোদনাসহ নিয়মিত প্রণোদনা এলেও সেগুলো খামারি পর্যন্ত পৌঁছায় না।
স্থানীয় মাছের খাবার ব্যবসায়ী দাউদ পোলট্রি ফিডের স্বত্বাধিকারী নাজমুল করিম আলমগীর বলেন, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় মালামালের মূল্য বেড়েছে। এতে তাঁদের কিছু করার নেই।
নাহিদ পোলট্রির সত্ত্বাধিকারী জানায়, প্রতিটি কোম্পানি তাদের খাবারের দাম বাড়িয়েছে। তারা বলছে, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা সঠিকভাবে দেখভাল করলে হয়তো এমনটি হতো না।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ‘ধাপে ধাপে মাছের খাবারের দাম বাড়লেও দীর্ঘ ১০ বছরেও মাছের দাম বাড়েনি। তবে মৎস্য অধিদপ্তর আয়োজিত বিভিন্ন সভা-সেমিনারে খাবারের দাম কমানো ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। আশা করছি, সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫