Ajker Patrika

লোকসান গুনছেন খামারিরা

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ২০
লোকসান গুনছেন খামারিরা

মাছের খাবার, ওষুধ, লবণ, চুনসহ চাষের প্রয়োজনীয় সব উপকরণের দাম কয়েক ধাপে বেড়েছে। কিন্তু মাছের বিক্রয়মূল্য না বাড়ার কারণে ফেনীর মৎস্য চাষিদের লোকসান গুনতে হচ্ছে।

ফেনী জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলায় মৎস্যচাষির সংখ্যা প্রায় ১৫ হাজার। বছরে ফেনীতে ৩৪ হাজার টনের বেশি মাছ চাষ হয়। এতে খাদ্যের প্রয়োজন হয় প্রায় ৫০ হাজার টন।

এলাকার একাধিক মৎস্যচাষি জানান, গত দুই মাসে তিন দফায় মাছের খাদ্যের দাম কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে। মাছ চাষের অন্যান্য উপকরণের দামও বেড়ে যাওয়ায় এখন খরচ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু সে অনুযায়ী বাজারে মাছের দাম বাড়েনি।

মৎস্য চাষি মিজানুর রহমান বলেন, ছয় একর পুকুরে মাছ চাষ করেন তিনি। করোনা শুরুর আগেও মাছ চাষ করে লাভবান ছিলেন। কিন্তু বর্তমানে খাদ্যসহ সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে।

মমতা এগ্রো অ্যান্ড হ্যাচারির মালিক আবদুল্লাহ জানান, গত বছর থেকে মাছের মড়ক দেখা দিয়েছে। এ ব্যবসায় আবহাওয়ার এমন বিরূপ আচরণ বড় সমস্যা তৈরি করছে।

মৎস্যচাষি পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন সাজেল জানান, তাঁর প্রায় ৬৮টি পুকুর এবং দিঘি রয়েছে। তিনি মৎস্য চাষে একবার জেলার শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছরে তিনি প্রায় ৩ কোটি টাকা লোকসান গুনেছেন। তাঁর দাবি, মাছ চাষ কৃষির অন্তর্ভুক্ত হলেও পুকুর সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ বিল দিতে হয় বাণিজ্যিক হারে। একই সঙ্গে মাছের খাবারসহ প্রয়োজনীয় সব উপকরণের দাম বেড়েছে। তাতে মাছ বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে।

নিজাম উদ্দিন সাজেল আরও বলেন, কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে করোনাকালীন প্রণোদনাসহ নিয়মিত প্রণোদনা এলেও সেগুলো খামারি পর্যন্ত পৌঁছায় না।

স্থানীয় মাছের খাবার ব্যবসায়ী দাউদ পোলট্রি ফিডের স্বত্বাধিকারী নাজমুল করিম আলমগীর বলেন, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় মালামালের মূল্য বেড়েছে। এতে তাঁদের কিছু করার নেই।

নাহিদ পোলট্রির সত্ত্বাধিকারী জানায়, প্রতিটি কোম্পানি তাদের খাবারের দাম বাড়িয়েছে। তারা বলছে, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা সঠিকভাবে দেখভাল করলে হয়তো এমনটি হতো না।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ‘ধাপে ধাপে মাছের খাবারের দাম বাড়লেও দীর্ঘ ১০ বছরেও মাছের দাম বাড়েনি। তবে মৎস্য অধিদপ্তর আয়োজিত বিভিন্ন সভা-সেমিনারে খাবারের দাম কমানো ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। আশা করছি, সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত