Ajker Patrika

প্রশিক্ষণ নিলেন সিলেটের ৫০০ শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১: ৩৯
প্রশিক্ষণ নিলেন সিলেটের ৫০০ শিক্ষার্থী

সিলেটী ভাষার নিজস্ব বর্ণমালা ‘নাগরি লিপি’ পুনরুদ্ধার ও এর গুরুত্ব তুলে ধরতে পাঁচ মাসব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। বেসরকারি সংস্থা মাস্টারপিস বাংলাদেশের উদ্যোগে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তত্ত্বাবধানে এতে সিলেট বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এই প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেলে মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রকল্পের সমন্বয়ক জামিল হোসেন জানান, এই লিপির তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে কয়েকজন অভিজ্ঞ কলেজশিক্ষককে প্রকল্পে সম্পৃক্ত করা হয়। কয়েকটি ধাপে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের মধ্যে থেকে ২০ জন চূড়ান্ত পর্বে অংশ নেয়। নাগরি লিপির প্রতি উৎসাহ বাড়াতে এসব প্রশিক্ষণার্থীদের সনদ ও প্রাইজমানি দেওয়া হয়।

জামিল হোসেন আরও জানান, প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের জানিয়ে দেওয়া হয়, পৃথিবীতে যে তিন হাজার ভাষার লিপি রয়েছে তার মধ্যে নাগরি লিপি একটি। চৌদ্দ শতকের শুরুর দিকে স্বতন্ত্র এ লিপি উদ্ভবের পর রচিত হয় দুই শতাধিক গ্রন্থ। যার মধ্যে রয়েছে মূল্যবান পুথি, কবিতা ও গান। এ ছাড়া এ প্রকল্পে মণিপুরী ও খাসিয়া ভাষা নিয়েও কাজ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত