Ajker Patrika

পান্না কায়সার

সম্পাদকীয়
পান্না কায়সার

লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য ছিলেন পান্না কায়সার। তাঁর পারিবারিক নাম ছিল সাইফুন্নাহার চৌধুরী। তিনি সবার কাছে ‘শহীদজায়া’ হিসেবে পরিচিত ছিলেন।

পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কলেজে পড়ার সময় ঢাকায় এক উচ্চবিত্ত পরিবারে তাঁকে বিয়ে দেওয়া হয়। কিন্তু শ্বশুরবাড়ির অমানবিক পরিবেশ তাঁর জীবনকে দুর্বিষহ করে তোলে। স্বাধীনচেতা পান্না কায়সার স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হন। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আবার পড়ালেখায় মন দেন তিনি।

এইচএসসি পাস করে কুমিল্লা মহিলা কলেজ থেকে বাংলায় স্নাতক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর সঙ্গে তরুণ বুদ্ধিজীবী ও লেখক শহীদুল্লা কায়সারের সম্পর্ক তৈরি হয়। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের উত্তাল এক দিনে কারফিউর মধ্যে তাঁদের বিয়ে হয়।

পড়াশোনা শেষে শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকার বেগম বদরুন্নেসা কলেজে। শুধু সংসারজীবনে আবদ্ধ না থেকে তিনি লেখালেখি ও সাংগঠনিক কাজেও যুক্ত ছিলেন। দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর একাংশের সভাপতিমণ্ডলীর সদস্য হন ১৯৭৩ সালে। ১৯৯২ সাল থেকে সংগঠনটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতিও ছিলেন তিনি।

১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন পান্না কায়সার। যুদ্ধাপরাধীদের বিচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ২০২১ সালে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।

পান্না কায়সার রচিত গ্রন্থগুলো হলো—মুক্তিযুদ্ধ: আগে ও পরে, মুক্তি, নীলিমায় নীল, হৃদয়ে বাংলাদেশ, মানুষ, অন্য কোনখানে, তুমি কি কেবলি ছবি, রাসেলের যুদ্ধযাত্রা, দাঁড়িয়ে আছ গানের ওপারে, আমি, না পান্না না চুনি, অন্য রকম ভালোবাসা ও সুখ।

২০২৩ সালের ৪ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন অভিনেত্রী শমী কায়সারের মা পান্না কায়সার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত