Ajker Patrika

১৫ ছাত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধের আশঙ্কা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭: ১০
১৫ ছাত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধের আশঙ্কা

ফেনীর ফুলগাজীতে এক বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে অন্তত ১৫ জন ছাত্রীর শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেই ছাত্রীদের একাধিক অভিভাবক জানিয়েছেন, বখাটের কারণে তাঁরা মেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো নিরাপদ মনে করছেন না। উপজেলার সীমান্তবর্তী এলাকা বদরপুর থেকে নোয়াপুর উচ্চ বিদ্যালয় ও করাইয়া নেওয়াজ ফয়জুন্নেসা দাখিল মাদ্রাসায় পড়তে আসে সেই মেয়েরা।

ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, উপজেলার করইয়া কালিকাপুর এলাকার পাকিস্তান প্রবাসী মো. হারুনের ছেলে সোহরাব হোসেন অপূর্ব শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথে ছাত্রীদের গতিরোধ করে ভিডিও করে টিকটক বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেন। সোহরাব হোসেন হাসানপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ নিয়ে তাদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ কেউ সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। কিছুদিন আগে সোহরাব নোয়াপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির চারজন ছাত্রী বাড়ি ফেরার পথে তাদের নিয়ে টিকটক বানায়। একই দিন নওয়াব ফয়জুন্নেসা দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থীর গায়ে ফুটবল মেরে টিকটক বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এতে করে তারা মানহানিকর পরিস্থিতিতে পড়েছে এবং আতঙ্কে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নোয়াপুর বিজিবি ক্যাম্পের পাশে নির্জন স্থানে শর্ট প্যান্ট আর গেঞ্জি গায়ে দাঁড়িয়ে থাকে অপূর্ব। এ সময় তাদের উদ্দেশে কুরুচিপূর্ণ কথা বলে। মেয়েরা তখন অন্য পাশে দিয়ে চলে যেতে চাইলে সে তাদের পথ আগলে দাঁড়ায়। এ সময় তাদের নিয়ে টিকটক বানানো হয়। জিকে অপূর্ব নামের একটি ফেসবুক আইডিতে সে এসব পোস্ট করে।

মো. রফিক ও সরোয়ার হোসেন নামের দুজন অভিভাবক বলেন, ‘আমাদের মেয়েরা পথে উত্ত্যক্তের শিকার হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের জানাব। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে বখাটের উৎপাত থেকে আমাদের মেয়েরা রক্ষা পায়।’

নোয়াপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব মজুমদার বলেন, ‘বিষয়টি সম্পর্কে কিছু জানা ছিল না। অভিভাবকেরা লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বলেন, অভিভাবকেরা অভিযোগ দিলে ছেলেটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত