Ajker Patrika

তরুণদের দিকেই মনোযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ৩৩
তরুণদের দিকেই মনোযোগ

শীতের কুয়াশা কেটে রোদের তেজ বাড়তে শুরু করেছে কেবল। এর মধ্যেই মিরপুরে হাজির খালেদ মাহমুদ সুজন। সঙ্গে আছেন সাত তরুণ ক্রিকেটার। এদের মধ্যে চারজনের এখনো আন্তর্জাতিক আঙিনায় পা পড়েনি। এই তরুণদের নিয়ে তিন ঘণ্টা ধরে কখনো একাডেমি মাঠে কখনো ইনডোরের উইকেটে পড়ে রইলেন বাংলাদেশ দলেন ‘টিম ডিরেক্টর’।

এই তরুণেরা জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজেদের বিভাগীয় দলের হয়ে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। গতকাল রোববার থেকে শুরু হয়েছে এনসিএলের চতুর্থ রাউন্ড। সেই খেলা বাদ দিয়ে হঠাৎ এই তরুণদের জরুরি তলবের কারণ কী?

কারণ ওই একটাই—টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের চূড়ান্ত ব্যর্থতা। বিশ্বকাপে ভরাডুবির পর করণীয় ঠিক করতে এর মধ্যেই কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই কারণে অনেকগুলো সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার ইঙ্গিতও মিলছে দেশের ক্রিকেটাঙ্গনে। তাতে কপাল খুলছে নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। তাঁদের ঘষামাজা করে গড়ে তোলার দায়িত্বটা পড়ল খালেদ মাহমুদের কাঁধে।

টেস্ট ও ওয়ানডে সংস্করণে দুর্দান্ত ক্রিকেট খেললেও টি-টোয়েন্টিতে বড় অচেনা লিটন দাস। উল্কার মতো আবির্ভাব হওয়া সৌম্য সরকার তো বহুদিন ধরে টেস্টে বিবেচনার বাইরে। সাদা বলের ক্রিকেটেও এই বাঁহাতি ব্যাটারের আকাশটা ক্রমেই মেঘাচ্ছন্ন হয়ে উঠেছে। বহুদিন ধরেই টি-টোয়েন্টিতে দুজনের ব্যাটে রান পাওয়া যেন হ্যালির ধূমকেতুর মতো দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপে ব্যর্থতার পর লিটন-সৌম্যকে হয়তো এই সংস্করণ থেকে দূরেই থাকতে হচ্ছে আপাতত। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মোহাম্মদ নাঈমের সঙ্গে পারভেজ ইমনকে ওপেনিংয়ে দেখা গেলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না। তৌহিদ হৃদয়েরও যথেষ্ট সম্ভাবনা আছে এই সিরিজে। বহুদিন ধরে দলের সঙ্গে থাকা ইয়াসির আলীর সাদা পোশাকে অভিষেকটা এবার হয়েও যেতে পারে। টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় দেখা যেতে পারে তাঁকে। চোটে পড়ায় সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না। শঙ্কা রয়েছে নুরুল হাসান সোহানের খেলা নিয়েও।

পুরোনো কয়েকজনকে যখন অনেক সুযোগ দিয়েও স্থায়ী করা যাচ্ছে না, এই সুযোগে তাঁদের বদলে নতুনদের বাজিয়ে দেখার কাজটা সেরে রাখছে বিসিবি। ভাবনাটা অবশ্য শুধু পাকিস্তান সিরিজকেন্দ্রিক নয়, আরও বড় আকারে প্রসারিত। সব মিলিয়ে টি-টোয়েন্টি সংস্করণে ভারত-ইংল্যান্ডের মতো আলাদা একটা দল গড়ে তোলার কথা ভাবছে বিসিবি।

টি-টোয়েন্টি সংস্করণে আলাদা দল গঠনের বিষয়ে ইঙ্গিত দিলেন খালেদ মাহমুদ। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর গতকাল অনুশীলন শেষে মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘ওয়ানডেতে আমাদের দলটা সেট করা আছে, টেস্টেও আমাদের একটা ভালো দল আছে। তরুণদের টি-টোয়েন্টি সংস্করণে যুক্ত করার একটা পরিকল্পনা আছে। যেহেতু এই সংস্করণে আমরা ভালো খেলছি না। আমি বলছি না যে এই ছেলেরা (সাত তরুণ) খেললেই যে বাংলাদেশ জিতবে। কিন্তু তাঁদের তৈরি করাটা বড় ব্যাপার।’

বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে দেশের ক্রিকেটের পরিচিত মুখ সালাউদ্দিনকে। সাকিবের ‘গুরু’ এই প্রস্তাবে যে সাড়া দিচ্ছেন তারই ইঙ্গিত মিলেছে গতকাল। সুজন যখন সাত তরুণকে অনুশীলন করাচ্ছিলেন, তখন তিনিও আসেন সেখানে। অদূরে দাঁড়িয়ে শান্ত-সাইফদের অনুশীলন দেখেন সালাউদ্দিন।

সুজনও চান সালাউদ্দিন দলের সঙ্গে যোগ দিক। সালাউদ্দিনকে নতুন ভূমিকায় দেখা যাবে কি না—এমন প্রশ্নে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘অবশ্যই। আমরা চাই তাঁকে বাংলাদেশের সেট আপের সঙ্গে যুক্ত করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত