Ajker Patrika

হাতবোমার বিস্ফোরণে দুই শিশু আহত

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ১৮
হাতবোমার বিস্ফোরণে দুই শিশু আহত

যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া হাতবোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি (৭) নামে দুই শিশু আহত হয়েছে। তাদের মধ্যে ফাহাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ফাহাদ হোসেন টেংরা গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং শায়ন্তি কাঠুরি গ্রামের পিন্টুর মেয়ে। শায়ন্তি এই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল।

আহত শায়ন্তি জানায়, তারা দুজনে বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানে খেলছিল। এ সময় তারা একটি প্লাস্টিকের প্যাকেট দেখতে পায়। সেটা খুলে দেখে লাল স্কচটেপ প্যাঁচানো দুটি বল। ফাহাদ ওই কৌটা দুটি বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে শায়ন্তি ও ফাহাদ মারাত্মক আহত হয়। তাদের মধ্যে ফাহাদের হাত ও মুখে আঘাত পায়। পরে এলাকায় লোকজন এসে তাদের উদ্ধার করে ফাহাদকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত