Ajker Patrika

বাড়তি কূটনৈতিক তৎপরতা

সম্পাদকীয়
বাড়তি কূটনৈতিক তৎপরতা

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশ্যে ও গোপনে নানামুখী তৎপরতা যে চলছে, তা স্পষ্ট। প্রভাবশালী দেশের কূটনীতিকেরা আসছেন, আবার ঢাকায় বিদেশি দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গেও কথাবার্তা হচ্ছে। বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুধু বিরোধী দল বিএনপির নেতারা দেখা–সাক্ষাৎ করছেন, তা নয়। সরকারি দল আওয়ামী লীগও আনুষ্ঠানিকভাবেই কথা বলছে। বোঝা যাচ্ছে, আগামী নির্বাচন নিয়ে দেশে এবং দেশের বাইরে আগ্রহ সমান। বিদেশিরা প্রায় সবাই যে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক—সেটা চাইছে, তাতে কারও কোনো সন্দেহ নেই।

বাংলাদেশের মানুষও একটি ভালো নির্বাচন দেখতে চায়। সব দল নির্বাচনে আসুক, ভোটাররা নিজ নিজ পছন্দের প্রার্থীকে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী প্রচার-প্রচারণার বাধামুক্ত সমান সুযোগ পান—এসব চাওয়া নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয়।

কিন্তু বিতর্ক আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে সমঝোতার ঘাটতি। সব দল একমত হয়ে চলবে—সেটা প্রত্যাশিত না হলেও মোটা দাগে কিছু বিষয়ে রাজনৈতিক ঐকমত্য না থাকলে পরিস্থিতি স্বাভাবিক থাকে না। আমাদের দেশ রাজনৈতিকভাবে বিভক্ত। ক্ষমতাসীন দল ও ক্ষমতার বাইরে থাকা দল এক ভাষায় কথা বলে না। দেশে অসংখ্য রাজনৈতিক দল থাকলেও মূলত দুই দলের হাতেই নিয়ন্ত্রিত হচ্ছে রাজনীতি। আওয়ামী লীগ ও বিএনপি—এই দুই দলের মধ্যে মতৈক্য হলে অন্য দলগুলো বড় সংকট তৈরি করার সক্ষমতা রাখে না।

আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় তাহলে বিএনপি তাতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। বিএনপি চায় একটি নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। বর্তমান সংবিধান অনুযায়ী সেটা সম্ভব নয়। তাই বিএনপি সরকার পতনের আন্দোলনে নেমেছে। সংকট সেখানেই।

বিএনপি যদি সরকার পতনে সক্ষম হয়, তাহলে তাদের ইচ্ছা পূরণ হলেও হতে পারে। কিন্তু সরকার পতনের কোনো আলামত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে এটা বলা হচ্ছে, আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও অবাধ হবে। নির্বাচন কমিশন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

কিন্তু অতীত অভিজ্ঞতার কারণে বিএনপি সরকারের কথায় আস্থা রাখতে পারছে না। এই আস্থার সংকট দূর করার ক্ষেত্রে বিদেশি কূটনীতিকেরা সহায়ক ভূমিকা পালন করতে পারবেন কি?

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডেরেক শোলে ও ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার প্রায় একই সময়ে বাংলাদেশ সফরের পর রাজনৈতিক মহলে এই আলোচনা চলছে যে অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা কি তাহলে বাড়ছে? ভারতের পররাষ্ট্রসচিব শেখ হাসিনার সরকারের প্রতি তাদের সরকারের অকুণ্ঠ সমর্থনের কথা প্রকাশ্যে বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রেরও বর্তমান সরকার নিয়ে বড় বিরূপতার কথা শোনা যাচ্ছে না।

নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন দিয়ে বিএনপিকে নির্বাচনমুখী করার চাপ কি একটু বাড়ানো হলো?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত