Ajker Patrika

স্বাধীনতা দিবসে টিভি আয়োজন

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৯: ২১
স্বাধীনতা দিবসে টিভি আয়োজন

বিটিভি
আজ রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে নাটক ‘স্বাধীনতা তোমার জন্য’। রেজাউর রহমান ইজাজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন শাহেদ শরিফ খান, ফারজানা চুমকি প্রমুখ।

এটিএন বাংলা
রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতার স্বরলিপি’। অনুষ্ঠানে গাইবেন আগুন, দিনাত জাহান মুন্নি, মুহিন ও স্বরলিপি।

চ্যানেল আই
বেলা ১১টা ৫ মিনিটে থাকছে সরাসরি আয়োজন ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। উপস্থাপনায় আফজাল হোসেন, পরিচালনায় আমীরুল ইসলাম। খ্যাতিমান চিত্রশিল্পীদের মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কনের পাশাপাশি রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা পরিবেশন করবেন দেশের গান।

বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধের সিনেমা ‘৭১-এর নিশান’। চিত্রনাট্য ও পরিচালনায় তাহের শিপন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, মুনিরা মিঠু প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘মুক্তিযোগ’। রচনা ও পরিচালনায় হারুনুর রশিদ। অভিনয়ে অ্যালেন শুভ্র, প্রভা, তারিক আনাম খান, সুজাত শিমুল প্রমুখ।

এনটিভি
রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘আশাবলি’। রচনা মাসুম রেজা, পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাফা কবির প্রমুখ।

রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘এ লগন গান শোনাবার: চেতনায় মুক্তিযুদ্ধ’। অনুষ্ঠানে গাইবেন চম্পা বণিক ও মাশকুর এ সাত্তার কল্লোল।

দুরন্ত টিভি
সকাল ১০টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘মানুষ’। নাজনীন হাসান চুমকীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, পৌষাল চৌধুরী, তারিক আনাম খান প্রমুখ।

বেলা ৩টায় টেলিফিল্ম ‘মেঘনার ৭১’। শামীম আখতারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন বন্যা মির্জা, শামস উদ দোহা, অর্পা প্রমুখ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে ‘মুক্তিযুদ্ধের কথা’। মুক্তিযুদ্ধের ফুটেজের বর্ণনায় নাসির উদ্দীন ইউসুফ শিশুদের শোনাবেন তাঁর যুদ্ধকালীন সময়ের অভিজ্ঞতা।

রাত ১০টায় চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন মোরশেদুল ইসলাম। অভিনয়ে চৌধুরী জাওয়াতা আফনান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, হুমায়রা হিমু, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

আরটিভি
রাত ৮টায় রয়েছে গেরিলা যোদ্ধা শহীদ আজাদের ঘটনা নিয়ে নির্মিত নাটক ‘নিহত নক্ষত্র’। বানিয়েছেন সঞ্জয় সমদ্দার। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, মনিরা মিঠু প্রমুখ।

বাংলাভিশন
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের গৌরবগাথা’। আজ অনুষ্ঠানের ৩য় ও শেষ পর্ব।

দীপ্ত টিভি

সকাল ৯টায় রয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত সিনেমা ‘চিত্রা নদীর পারে’। অভিনয়ে তৌকীর আহমেদ, আফসানা মিমি প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে স্বাধীনতা দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র ‘পাহাড়ে মুক্তিযুদ্ধ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত