Ajker Patrika

‘তিনবার ক্ষমতায় থাকায় দেশ এগিয়ে যাচ্ছে ’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ২৪
‘তিনবার ক্ষমতায় থাকায় দেশ এগিয়ে যাচ্ছে ’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘আওয়ামী লীগ টানা তৃতীয়বার ক্ষমতায় থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। মহামারি করোনাকালেও দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী। অনেক উন্নত দেশ যা করতে পারছে না, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করে দেখাচ্ছে।’

গত শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিজয় পতাকা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শফিউল আলম এসব কথা বলেন। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এই আয়োজন করা হয়।

শফিউল আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকৃত্রিম ভালোবাসা ছিল বাংলাদেশের প্রতি। তারই উজ্জীবিত বাণী বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলাম। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকরে। কিন্তু ভাগ্য গুনে সেদিন বেঁচে গিয়েছিলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।’

এই নেতা আরও বলেন, ‘১৯৯৬ সালে জনতার বিপুল ভোটে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। দেশে উন্নয়নের কাজ শুরু হয়। কিন্তু বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে এবং দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হয়। পরবর্তীকালে ২০০৮ সালে পুনরায় ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। এরপর থেকে টানা তিনবার নেতৃত্ব দেওয়ার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।’

জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মেয়র মো. ইকরামুল হক টিটু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত