Ajker Patrika

সমবায়ের মাধ্যমে তৃণমূলে সাফল্য অর্জন সম্ভব

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ৩৫
সমবায়ের মাধ্যমে তৃণমূলে সাফল্য অর্জন সম্ভব

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ প্রতিপাদ্যে গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সমবায় অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, চেক ও পুরস্কার বিতরণ।

বান্দরবানে সমবায় দিবসের আলোচনা সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেছেন, ‘গ্রাম পর্যায়ে পুঁজির অভাব আছে। একার পক্ষে বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন কঠিন। তবে অনেকে মিলে যদি অল্প অল্প করে সঞ্চয় করে তাহলে অনেক বড় পুঁজি হয়। এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। তাতে সফলতাও আসবে।’

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বান্দরবান: বান্দরবান শহরে অরুন সারকী টাউন হল মিলনায়তনে গতকাল শনিবার আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। গতকাল শনিবার সকালে এর আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমবায় বিষয়ক কমিটির আহ্বায়ক ফাতেমা পারুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক অমিত রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম শাহনেওয়াজ প্রমুখ।

থানচি: বান্দরবানের থানচিতে সমবায় সমাবেশে সহকারী কমিশনার (ভূমি) রাহুল চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। এতে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা নূর মোহাম্মদ, তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রুঅং মারমা প্রমুখ।

কাপ্তাই (রাঙামাটি) : রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী, তথ্য কর্মকর্তা মো. হারুন। বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম প্রমুখ।

লংগদু: রাঙামাটির লংগদুতে গতকাল সমবায় বিভাগের কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার। সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক নুর মোহাম্মদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহি।

নানিয়ারচর: রাঙামাটির নানিয়ারচরে উপজেলা অডিটোরিয়াম কক্ষে গতকাল আলোচনা সভায় ইউএনও শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান নূর জামাল হাওলাদার, থানার ওসি সুজন হালদারসহ বিভিন্ন সমতির লোকজন উপস্থিত ছিলেন।

রাজস্থলী: রাঙামাটির রাজস্থলীতে করিতাস আইসিডিপি মাঠ কর্মকর্তা বিক্রম চাকমা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শান্তনু কুমার দাশ। এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান, সমবায় কার্যালয়ের পরিদর্শন ঞোহ্লাঅং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

দীঘিনালা (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাশেম। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমুখ।

পানছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা সমবায় কার্যালয়ে গতকাল আলোচনা সভায় বিআরডিবি সভাপতি মো. রায়হান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা। এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক উপস্থিত ছিলেন।

মানিকছড়ি: মানিকছড়িতে সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত