Ajker Patrika

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

বরগুনা প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১০: ৪৭
বরগুনায়  সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামুদ্দিন (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় আহত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে হাসিব (১৪) নামের এক স্কুলছাত্র।

ইমামুদ্দিন সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নাসির মজলিসের ভাগনে। নিহত ইমামুদ্দিন বরগুনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মামার নির্বাচনী পথসভায় ভোটারদের খাওয়ানোর জন্য বরগুনা শহর থেকে মিষ্টি কিনে মোটরসাইকেলে করে এলাকায় ফিরছিলেন ইমামুদ্দিন। মোটরসাইকেল চালাচ্ছিলেন হাসিব নামের এক কিশোর, ইমাম পেছনে বসা ছিলেন। পথে ডাকুয়া বাড়ি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উভয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে ইমামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনায় ইমামুদ্দিন নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে দুর্ঘটনায় আহত আরেক আরোহীর চিকিৎসা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত